মুকুন্দ শর্মাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানাল সেভ এডুকেশন কমিটি

বরাক তরঙ্গ, ১৭ জুলাই : রাজ্যের কেন্দ্র পুনর্নির্ধারণের গণবিরোধী খসড়ার বিরোধিতা করার অজুহাতে ভবানীপুর কলেজের অধ্যক্ষ ডঃ মুকুন্দ শর্মাকে বরখাস্ত করায় গণতান্ত্র বিরোধী সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি (AISEC) অসম রাজ্য কমিটির সভাপতি অধ্যাপক ত্রিদিব গগৈ ও সম্পাদক অধ্যাপক প্রদীপ মহাপাত্র। এক বিবৃতিতে বলা হয়েছে, “জনগণের দ্বারা নির্বাচিত একটি গণতান্ত্রিক দেশের সরকারের গৃহীত কোনো নীতি বা সিদ্ধান্তের বিরোধিতা করা বা অভিমত প্রকাশ করা একটি মৌলিক অধিকার।” যা বাকস্বাধীনতা গণতান্ত্রিক ব্যবস্থায় মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত।

রাজ্য সরকারের চূড়ান্ত সাম্প্রদায়িক এজেন্ডা পূরণের নীলনকশাটি আগামী দিনে অসমের ভৌগোলিক অখণ্ডতার জন্য হুমকি হিসেবে দেখেছেন, আর এই খসড়ার বিরোধিতা করা একজন সচেতন নাগরিকের কর্তব্য। চিন্তাশীল ব্যক্তিত্বদের একজন হিসাবে কলেজ অধ্যক্ষ এই খসড়াটির বিরোধিতা করেছেন।

এই ধরনের কর্মকাণ্ডের জন্য ডঃ শর্মাকে তার চাকরি থেকে বরখাস্ত করা বিজেপি-নেতৃত্বাধীন রাজ্য সরকারের কর্তৃত্ববাদী এবং ফ্যাসিবাদী চরিত্রকে প্রতিফলিত করে,” বলে মত প্রকাশ করে সেভ এডুকেশন কমিটি।

তাঁরা সরকারের স্বেচ্ছাচারী সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেন এবং অবিলম্বে মুকুন্দ শর্মাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত প্রত্যাহার করার দাবি জানান। পাশাপাশি তাঁরা রাজ্য সরকারের স্বেচ্ছাচারী চরিত্র সম্পর্কে সচেতন হয়ে গণতন্ত্র রক্ষার সংগ্রামে এগিয়ে আসার জন্য রাজ্যের সকল বিবেকবান মানুষকে আহ্বান জানান।

Author

Spread the News