বাইরে লেখা ‘সেলুন’ আর ভেতরে চলছিল মদ ও নারীদের নিয়ে অবৈধ ব্যবসা, পুলিশি অভিযানে আটক ৬

বরাক তরঙ্গ, ১০ আগস্ট : গুয়াহাটির অলিগলিতে চলছে নিষিদ্ধ ব্যবসা। এই অবৈধ ব্যবসার বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে গুয়াহাটি পুলিশ। বাইরে লেখা থাকে হোটেল-লজ, হোমস্টে, স্পা-সেলুন, কিন্তু ভেতরে চলে অন্ধকার জগতের নোংরা কারবার।

এইবার গণেশগুড়িতে অভিযান চালাল দিশপুর পুলিশ। গণেশগুরির মাঝামাঝি এলাকায় লুকস ইউনিসেক্স হেয়ার অ্যান্ড বিউটি সেলুনে হানা দিল দিশপুর পুলিশ। সেলুনে প্রবেশ করতেই চোখ কপালে উঠল পুলিশ সদস্যদের।

দিশপুর পুলিশের কাছে অভিযোগ ছিল যে, সেলুনটিতে দীর্ঘদিন ধরে  অবৈধ দেহব্যবসা চলছিল। সেই অভিযোগের ভিত্তিতে শনিবার রাতে সেখানে অভিযান চালানো হয়। সেলুন থেকে ৩ জন যুবতী, এক মহিলা এবং ২ জন যুবককে আটক করেছে পুলিশ।

সেলুন থেকে পুলিশ বহু আপত্তিকর সামগ্রী বাজেয়াপ্ত করেছে। এমনকি অভিযান চলাকালীন সেখানে মদ্যপানের পার্টিও চলছিল। অর্থাৎ বাইরে লেখা ছিল ‘সেলুন’, কিন্তু ভেতরে চলছিল মদ ও নারীদের নিয়ে অবৈধ ব্যবসা।

Spread the News
error: Content is protected !!