সর্বভারতীয় স্তরে কোরান পাঠ প্রতিযোগিতায় সাহাবাদ মাদ্রাসার দুই পড়ুয়ার স্থান দখল

এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ২৮জানুয়ারি : সর্বভারতীয় স্তরে মোসাবাকাতুল কোরান পাঠ প্রতিযোগিতায় এবছর দ্বিতীয় ও চতুর্থ স্থান অর্জন করতে সক্ষম হয়েছে বরাক উপত্যকার ঐতিহ্যবাহী দারুল উলুম সাহাবাদ মাদ্রাসার দুই ছাত্র। কৃতী দুই ছাত্রের নজরকাড়া সাফল্যে খুশীর জোয়ার বইছে জেলাজুড়ে। মুম্বইয়ের মোহাম্মদ আলি রোডে অবস্থিত হজ ভবনে ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় মোসাবাকাতুল কোরান প্রতিযোগিতা।

সর্বভারতীয় স্তরে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে ১১০ জন মাদ্রাসা পড়ুয়া  প্রতিযোগিতায় অংশ গ্রহন করে। এরমধ্যে অসমের এক প্রান্তিক জেলার প্রান্তিক অঞ্চলের বেসরকারি ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম সাহাবাদ মাদ্রাসার ছাত্র মেহদি হাসান লস্কর দ্বিতীয় স্থান এবং মোহাম্মদ আব্দুস সারিম লস্কর চতুর্থ স্থান অর্জন করতে সক্ষম হয়। মেহদি হাসান হাইলাকান্দি জেলার মাটিজুরী অঞ্চলের এবং আব্দুস সারিম দুধপুরের বাসিন্দা। ২৬ জানুয়ারি কোরান প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী কৃতিদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দ্বিতীয় স্থান অর্জনকারী মেহদি হাসানকে ৩৫ হাজার টাকার চেক, নগদ অর্থ এবং মোহাম্মদ আব্দুস সারিমকে নগদ ২০ হাজার টাকা, উভয়কে শংসাপত্র সহ পুরস্কার তুলে দেওয়া হয়।

সর্বভারতীয় স্তরে কোরান পাঠ প্রতিযোগিতায় সাহাবাদ মাদ্রাসার দুই পড়ুয়ার স্থান দখল

কোরান প্রতিযোগিতায় সর্ব ভারতীয় স্তরে প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে উত্তর প্রদেশের লখনউ-র হজরত আবু বক্কর সিদ্দিক (রহ:) হাফিজিয়া মাদ্রাসার কৃতী পড়ুয়া। দারুল উলুম সাহাবাদ মাদ্রাসার শিক্ষক মওলানা হুসাইন আহমেদ লস্কর এবং মওলানা সাহাব উদ্দিন লস্করের তত্বাবধানে দুই কৃতী পড়ুয়া মুম্বইয়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। আগামী ২৯ জানুয়ারি তারা বাড়ির উদ্দেশ্যে রওয়ানা হবে। ফিরে আসার পর নিজ শিক্ষা প্রতিষ্ঠানে তাদেরকে ঝমকালো সংবর্ধনা প্রদান করা হবে জানা গেছে।

সর্বভারতীয় স্তরে কোরান পাঠ প্রতিযোগিতায় সাহাবাদ মাদ্রাসার দুই পড়ুয়ার স্থান দখল

Author

Spread the News