রাজঘাটে সড়কের অর্ধসমাপ্ত নালায় পড়ে কিশোরের পেটে রড, ভাঙল পাঁজর 

বরাক তরঙ্গ, ১৬ জুলাই : ভারতমালা প্রকল্পের অধীনে নির্মীয়মাণ জাতীয় সড়কের পাশে অর্ধসমাপ্ত নালায় পড়ে গুরুতর আহত হল এক কিশোর। বুধবার সন্ধ্যায় শিলচর-আইজল জাতীয় সড়কের রাজঘাট পাকা মসজিদের সামনে এক কিশোর নালার খোলা জায়গায় পড়ে পেটে একটি  রডের প্রায় চার ইঞ্চি ঢুকে যায় এবং পাঁজরের হাড় ভেঙে যায়। স্থানীয়দের তৎপরতায় তাকে উদ্ধার করে প্রথমে ধলাই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে শিলচর রেফার করা হয়েছে। এই ঘটনা নির্মাণ সংস্থার চরম গাফিলতি ও দায়িত্বজ্ঞানহীনতার অভিযোগ তুলেছেন স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত প্রায় দুই মাস ধরে নির্মাণাধীন নালার কিছু অংশ রহস্যজনকভাবে উন্মুক্ত রাখা হয়েছে। এই স্থানটিতে কোনও ধরনের ব্যারিকেড বা সতর্কীকরণ চিহ্ন ছিল না, যার ফলে রডগুলো বিপজ্জনকভাবে বেরিয়ে ছিল। বুধবার সন্ধ্যা ছয়টা নাগাদ ওই কিশোর অসাবধানতাবশত সেই উন্মুক্ত স্থানে পড়ে যায়। তার আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে আসেন এবং দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।

স্থানীয় বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়েন। বলেন, বারবার অভিযোগ জানানো সত্ত্বেও তাদের কথায় কোনও কর্ণপাত না করে সম্পূর্ণ অপরিকল্পিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে। নালার কাজ অসম্পূর্ণ রেখে বিপজ্জনকভাবে উন্মুক্ত রাখা এবং কোনো সুরক্ষা ব্যবস্থা না নেওয়া এই দুর্ঘটনার মূল কারণ বলে তারা মনে করছেন। এই ঘটনা ভারতমালা প্রকল্পের কাজে স্বচ্ছতা ও নিরাপত্তার অভাব নিয়ে প্রশ্ন তুলেছে।

এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই ঘটনার তদন্ত করে দোষী নির্মাণ সংস্থার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে সমস্ত নিরাপত্তা প্রোটোকল মেনে কাজ করার নির্দেশ দেওয়া হোক। না হলে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

Spread the News
error: Content is protected !!