সুড়ঙ্গের ভেতরে আটকে পড়েছেন ৮ শ্রমিক, চলছে উদ্ধার কাজ

২৪ ফেব্রুয়ারি : শনিবার সকালে কাজ চলাকালীন তেলেঙ্গানার নাগারকুর্নুল জেলায় একটি নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসে পড়ে। ধসের জেরে এখনও সুড়ঙ্গের ভেতরেই আটকে রয়েছেন ৮ শ্রমিক। এনডিআরএফ এবং এসডিআরএফের একটি দল উদ্ধার অভিযানে নামলেও ভেতরে থাকা ধ্বংসস্তূপের কারণে কাজে যথেষ্ট বেগ পেতে হচ্ছে। শ্রমিকদের উদ্ধারে সেনাবাহিনীকেও নামানো হয়েছে। দ্রুত যাতে শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়, সেজন্য সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার টাস্ক ফোর্সকে মোতায়েন করা হয়েছে।

উদ্ধারকারীরা জানিয়েছেন, প্রায় ২০০ মিটার অংশ ধ্বংসস্তূপে ভরা।  যতক্ষণ এই ধ্বংসস্তূপ সরানো হবে না, ততক্ষণ আটকে পড়া শ্রমিকদের সঠিক অবস্থান খুঁজে বের করা এবং তাঁদের উদ্ধার করা সম্ভব হবে না। এনডিআরএফের এক কর্মী বলেন, ‘সুড়ঙ্গের ১১-১৩ কিলোমিটারের মাঝামাঝি অংশে জল-কাদায় ভরে গিয়েছে। যতক্ষণ না জল সরানো হচ্ছে, ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ শুরু করা যাবে না।’ ধ্বংসস্তূপের কারণে উদ্ধারকারী দলগুলি ড্রোন ব্যবহার করে সামনের দিকে অগ্রসর হচ্ছে।

আটকে পড়া ৮ জনের মধ্যে রয়েছেন দু’জন প্রকৌশলী, একটি মার্কিন কোম্পানির দুই অপারেটর এবং বাকি চারজন শ্রমিক। যারা উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, পঞ্জাব এবং জম্মু-কাশ্মীরের বাসিন্দা। উল্লেখ্য, শ্রীশৈলম বাঁধের পেছনে জলসেচের জন্য সুড়ঙ্গ খোঁড়ার কাজ চলছিল। সেই সময়ই বাঁধের বাম দিকের একাংশ ধসে পড়ে। যার জেরেই আটকে পড়েছেন তাঁরা।

সুড়ঙ্গের ভেতরে আটকে পড়েছেন ৮ শ্রমিক, চলছে উদ্ধার কাজ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডিকে ফোন করে ঘটনার খোঁজখবর নিয়েছেন। উদ্ধার অভিযান পরিচালনা এবং আটকে পড়া শ্রমিকদের নিরাপদে ফিরিয়ে আনার জন্য কেন্দ্রের তরফে সাহায্যের আশ্বাসও দিয়েছেন তিনি। কয়লা খনির ১৯ জন বিশেষজ্ঞের একটি দল উদ্ধার অভিযানে যোগ দিতে ইতিমধ্যেই ঘটনাস্থলে রওনা হয়েছে।

Author

Spread the News