উমরাংশুর মৃত্যু গুহায় উদ্ধার অভিযান চতুর্থ দিনেও অব্যাহত

বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : উমরাংশুর মৃত্যু গুহায় উদ্ধার অভিযান চতুর্থ দিনেও অব্যাহত রয়েছে। আটজন শ্রমিক এখনও খনিতে আটকা পড়েছে। বৃহস্পতিবার কল ইন্ডিয়ার দু’টি পাম্প ব্যবহার করা হবে। নৌবাহিনী রিমট্রলি বাহন ব্যবহার করবে। বুধবার খনি থেকে এক নেপালি শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃত শ্রমিকের নাম গঙ্গা বাহাদুর।

তিন কিলো অঞ্চলের কালামাটির কয়লা খনিতে তার মৃতদেহটি ৮৫ ফুট গভীরে পাওয়া গেছে। 

উমরাংশুর মৃত্যু গুহায় উদ্ধার অভিযান চতুর্থ দিনেও অব্যাহত

এসডিআরএফ, এনডিআরএফ এবং নৌবাহিনীর দলগুলি মঙ্গলবার থেকে একটি অবিচ্ছিন্ন অভিযান চালিয়েছিল এবং ঘটনার প্রায় ৪৫ ঘণ্টার পর খনির গভীরতা থেকে প্রথম কর্মীর দেহটি তুলে নিয়ে যায়। অভিযানের প্রথম ২০ মিনিটে নৌবাহিনীর প্যারা ডাইভার নেপালের গঙ্গা বাহাদুর শ্রেষ্ঠের দেহ উদ্ধার করে। তীব্র শীত এবং খারাপ আবহাওয়ার মধ্যে, উদ্ধারকারী দলগুলি নিখোঁজ শ্রমিকদের সন্ধান অভিযান শুরু করে।

Author

Spread the News