মাগুরা পুঞ্জিতে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে স্বাস্থ্য শিবিরে ব্যাপক সাড়া

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ,  ৯ ফেব্রায়ারি: রামকৃষ্ণ মিশন শ্রীভূমির ব্যবস্থাপনায় ও ইনফোসিস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় লোয়াইরপোয়া ব্লকের খাগড়া বাজার জিপির মাগুরা পুঞ্জিতে গর্ভবতী মা ও তিন বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য এক বিশেষ স্বাস্থ্য চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এতে সহযোগিতা করে স্থানীয় রেইভন ক্লাব কর্তৃপক্ষ। শিবিরে ৬৫ জন মা ও ৬৫ জন শিশুকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়।

মাগুরা পুঞ্জিতে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে স্বাস্থ্য শিবিরে ব্যাপক সাড়া

এছাড়াও আরও ৯০ জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং তাদের মধ্যে প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য ও ওষুধ বিতরণ করা হয়।এদিনের উক্ত স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন শ্রীভূমির সাধারণ সম্পাদক প্রেমঘনানন্দজি মহারাজ। চিকিৎসা পরিষেবা দেন ডাঃ নিলাদ্রী শেখর দাস ও ডাঃ অতনুবিজয় দাস। এছাড়া, রামকৃষ্ণ মিশনের স্বেচ্ছাসেবক ও রেইভন ক্লাবের সদস্যরাও শিবিরে অংশগ্রহণ করেন।সংগঠকদের মতে, এই ধরনের শিবিরের মাধ্যমে এখন পর্যন্ত প্রায় ৫০০ জনকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা প্রদান করা হয়েছে।এভাবেই মানবসেবার ব্রত নিয়ে কাজ করে চলেছে রামকৃষ্ণ মিশন ও অন্যান্য সংগঠনগুলো। আশা করা হচ্ছে, ভবিষ্যতেও এই ধরনের স্বাস্থ্য শিবির আরও সম্প্রসারিত হবে।স্বাস্থ্যসেবার এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। ভবিষ্যতে এমন উদ্যোগ আরও বেশি মানুষের উপকারে আসবে বলে অনেকে আশা।

মাগুরা পুঞ্জিতে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে স্বাস্থ্য শিবিরে ব্যাপক সাড়া
মাগুরা পুঞ্জিতে রামকৃষ্ণ মিশনের উদ্যোগে স্বাস্থ্য শিবিরে ব্যাপক সাড়া
Spread the News
error: Content is protected !!