শ্রীভূমিতে স্বাধীনতা দিবস পালনের কার্যসূচী, যথাযথ মর্যাদায় জাতীয় পতাকা উত্তোলনের আহ্বান

জনসংযোগ, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ১২ আগস্ট : সমগ্র দেশের সঙ্গে সঙ্গতি রেখে শ্রীভূমিতেও আগামী ১৫ আগস্ট, শুক্রবার ৭৯ তম স্বাধীনতা দিবস উদযাপন করা হবে। শ্রীভূমি জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় জেলার মূল অনুষ্ঠান শহরের সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত হবে। এতে সকাল ৯টায় শ্রীভূমি সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে মুখ্য অতিথি কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও ১৫ তম এপিআইআর ব্যাটেলিয়ান, শ্রীভূমি জেলা পুলিশ, সিআরপিএফ জওয়ান, হোমগার্ড, ভারত স্কাউট ও গাইডস, এনসিসি, কেন্দ্রীয় বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী এবং অন্য ১৫টি বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সহযোগে সম্মিলিত কুচকাওয়াজ প্যারেড ও মার্চ পাস্ট অনুষ্ঠিত হবে। তারপর সংস্কৃতিক অনুষ্ঠান। মৎস্য পালন, কৃষি ক্ষেত্র, বন সংরক্ষণ এবং ক্রীড়া, যোগ ব্যায়াম ও সংস্কৃতিক ক্রিয়াকলাপ ও সমাজ সেবার ক্ষেত্রে বিশেষ  অবদানের জন্য কৃতি ব্যক্তিদের সংবর্ধনা। শ্রীভূমি জেলার মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা।

বিভিন্ন সরকারি অনুদান বণ্টন। এতে প্যারেড ও মার্চপাস্ট এবং অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করা হবে। এর আগে ওইদিন সকাল ৬ টায় জেলা তথ্য ও জনসংযোগ বিভাগের স্থায়ী মাইক যোগে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে এই দিবস পালনের সূচনা করা হবে। ৬ টা ৩০ মিনিটে যোগা প্রতিষ্ঠান ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের যোগদানে জাতীয় পতাকা সহ প্রভাতফেরী। সকাল ৭ টায় জনসাধারণের বাসভবন, ব্যবসায়িক প্রতিষ্ঠান ইত্যাদিতে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮ টায় সরকারি গৃহ, কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান ইত্যাদিতে জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮ টা ১০ মিনিটে নেতাজি ব্যায়াম সংঘের সদস্যদের জাতীয় পতাকাসহ শ্রীভূমি শহরে দৌড়। সকাল ৮ টা ১৫ মিনিটে মুখ্য অতিথি কর্তৃক শহরের স্টেশন রোডস্থিত মহাত্মা গান্ধীর মূর্তি ও ডাক বাংলো রোডস্থিত শহিদ বেদীতে মাল্যদান।

এদিকে, ওইদিন সকাল ১০টায় স্থানীয় জেলা কারাগারে লায়ন্স ক্লাব, রেডক্রস সোসাইটি হাসপাতালে জেলা বাণিজ্যিক  সংস্থা এবং সিভিল হাসপাতালের রোগীদের মধ্যে রোটারি ক্লাব ও বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভা কর্তৃক এবং বৃদ্ধাশ্রম ও অনাথ আশ্রমে অন্যান্য এনজিও কর্তৃক  ফল, মিষ্টি, বিস্কুট ইত্যাদি বিতরণ। সকাল ১১ টায় লাতু মালেগড় শহীদ স্মৃতিসৌধ, বদরপুর দুর্গ ও শ্রীশ্রী রাম জানকী মন্দির দুল্লভছড়া যেখানে চরগোলা এক্সোডাস থেকে প্রতি বছর স্বাধীনতা  সংগ্রামীদের  স্মৃতিতে স্বাধীনতা দিবস পালন করা হয়, ওই ঐতিহাসিক স্থানগুলিতে সাজসজ্জা ও আলোকসজ্জা করা হবে। এদিকে এদিন বেলা ২ টা ৩০ মিনিটে ডিসি একাদশ ও মিডিয়া একাদশের মধ্যে প্রদর্শনী মূলক ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বিকেল ৫ টা ৫৫ মিনিটে সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে জাতীয় পতাকা আনুষ্ঠানিকভাবে অবনমন এবং সন্ধ্যা ৬ টায় সরকারি ও বেসরকারি ভবন জনগণের গৃহ এবং অন্যান্য প্রতিষ্ঠানে আলোকসজ্জা করা হবে।

এদিকে, স্বাধীনতা দিবস উদযাপনের অঙ্গ হিসেবে শ্রীভূমির স্বাস্থ্য বিভাগের উদ্যোগে রক্তদান ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। পাশাপাশি, বন বিভাগ থেকে আনুষ্ঠানিকভাবে পতাকা উত্তোলন স্থলে উপস্থিত সম্মানিত ব্যক্তিদেরকে গাছের চারা বিতরণ, শ্রীভূমি পৌরসভা থেকে সাফাই অভিযানের কার্যসূচী হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি ৭তম ব্যাটেলিয়ান বিএসএফ এর পক্ষ থেকে সরকারি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় খেলার মাঠে অস্ত্রশস্ত্র প্রদর্শন।  এ ছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে অঙ্গনওয়াডি পর্যায়ে তিরঙ্গা পেইন্টিং প্রতিযোগিতা, প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে পেইন্টিং প্রতিযোগিতা, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের স্লোগান লেখার প্রতিযোগিতা এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রীদের রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রীভূমি জেলার রামকৃষ্ণ নগর ও পাথারকান্দি সম জেলায়ও অনুরূপ কার্যসূচী অনুষ্ঠিত হবে। স্বাধীনতা দিবসের এই অনুষ্ঠানগুলিতে জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে শ্রীভূমি জেলা প্রশাসন থেকে আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি, জনগণকে যথাযোগ্য মর্যাদায় যথা সময়ে সঠিকভাবে পতাকা উত্তোলন করতে জেলা প্রশাসন থেকে এক আবেদনে আহ্বান জানানো হয়েছে। এতে আরও জানানো হয়েছে যে কোন ধরনের ছেড়া, নোংরা, বিবর্ণ ও কুচকানো অবস্থায় জাতীয় পতাকা উত্তোলন করা যায় না, একে জাতীয় পতাকার প্রতি অসম্মান প্রদর্শন বলে বিবেচিত হয়। তাই জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করে সঠিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।

Spread the News
error: Content is protected !!