গরবার অনুষ্ঠানে নাচ নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী
১৭ নভেম্বর : ডিপফেক ভিডিও নিয়ে উদ্বেগ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে প্রযুক্তি ব্যবহারে আরও দায়িত্ববান হওয়ার কথা বলেন। চ্যাটজিপিটি টিমকে তিনি জানিয়েছেন এই ধরনের কোনও ভিডিও দেখলে তা যেন তখনই নামিয়ে ফেলা হয়। এই ধরনের ভিডিও যেন বেশি ছড়িয়ে না পড়ে সেদিকেও জোর দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি প্রযুক্তির ব্যবহার সকলকে সঠিকভাবে এবং দায়িত্ব সহকারে পালন করার ডাক দিয়েছেন।
এদিন প্রধানমন্ত্রী বলেন, গরবার একটি অনুষ্ঠানে তাঁকেও দেখা গিয়েছে। সেখানে তিনি গান করছিলেন। তাই এগুলি সম্পর্কে আগে থেকেই সতর্ক হতে হবে। দীপাবলিতে রাজধানী দিল্লিতে একটি অনুষ্ঠান চলছিল। সেখানেই এই বিষয়ে নিয়ে নিজের মতামত জানান প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, কিছুদিন আগেই রশ্মিকা মন্দানার ডিপফেক ভিডিও নিয়ে সর্বত্র শোরগোল পড়ে যায়।
একই ধরনের ভিডিও দেখা যায় ক্যাটরিনা কাইফ এবং কাজলের ক্ষেত্রেও। ফলে বাড়ছে উদ্বেগ। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর এই বিষয়টি নিয়ে আগেই ক্ষোভপ্রকাশ করেছেন। আর এবার উদ্বেগ জানালেন খোদ প্রধানমন্ত্রী। ডিপফেক ভিডিওর ক্ষেত্রে ১ লক্ষ টাকা জরিমানা এবং ৩ বছরের জেল হতে পারে বলে জানানো হয়েছে।