গাড়ির ধাক্কায় মৃত্যু ১১৪ বছরের ম্যারাথন রানার ফৌজা সিংয়ের, শোক প্রকাশ প্রধানমন্ত্রীর
১৫ জুলাই : গাড়ির ধাক্কায় মৃত্যু হল ১১৪ বছরের ম্যারাথন রানার ফৌজা সিংয়ের। লেখক খুশবন্ত সিং এ খবর নিশ্চিত করেছেন। ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার বিকেলে পঞ্জাবের জলন্ধরে নিজের গ্রাম বিয়াসে হাঁটতে বেরিয়েছিলেন ফৌজা সিং। বিকেল সাড়ে ৩টা নাগাদ রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। রাস্তায় ছিটকে পড়েন প্রবীণ এই দৌড়বিদ। পরিবারের তরফে তাঁকে জলন্ধরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে তাঁর।
লেখক খুশবন্ত সিং এক্সে একটি পোস্টে লিখেছেন, ‘আমার টার্বানড টর্নেডো আর নেই। সোমবার বিকেল সাড়ে ৩টা নাগাদ নিজের গ্রামে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি তাঁকে ধাক্কা দেয়। প্রবীণ দৌড়বিদকে জলন্ধরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যেখানে তিনি মারা যান। শান্তিতে ঘুমাও আমার প্রিয় ফৌজা।’ প্রসঙ্গত, ফৌজা সিংয়ের জীবনী ‘দ্য টার্বানড টর্নেডো’-র লেখক হলেন খুশবন্ত সিং।
আদমপুর থানার পুলিশ আধিকারিক হরদীপ সিং বলেছেন, ‘পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। তবে এখনও সেই গাড়িটি খুঁজে পাওয়া যায়নি। আমরা তদন্ত করছি। অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হবে।’ প্রবীণ দৌড়বিদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি ফৌজা সিংয়ের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।