অসমের বীরত্ব-দৃঢ়তার প্ৰতীক লাচিত : প্রধানমন্ত্রী

৯ মার্চ : প্রধানমন্ত্রী, নরেন্দ্র মোদি অসমের যোরহাটে ১৭,৬০৬ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। শনিবার প্রকল্প গুলো শিলান্যাস করে উত্তরপূর্বাঞ্চলের জন্য বেশী গুরুত্ব দিয়েছি বললেন প্রধানমন্ত্রী।

১৭,৬০৬ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ______

এদিন যোরহাটের মেলেং মেটেলি ময়দানে আয়োজিত লক্ষাধিক জনতার সমাবেশ-মঞ্চ থেকে পাটবস্ত্রে তৈরি অসমিয়া পোশাক পরে প্রধানমন্ত্রী একসঙ্গে উদ্বোধন করেছেন ৫,৫৫,৫৫৫টি প্রধানমন্ত্রী আবাস যোজনা-র অধীনে নির্মিত ঘর, পিএম-ডিভাইন প্রকল্পের অধীনে তিনসুকিয়া মেডিক্যাল কলেজ হাসপাতাল, গুয়াহাটির বি বরুয়া ক্যানসার ইনস্টিটিউটে চাইল্ড কেয়ার ইউনিট উদ্বোধন করেন।

অসমের বীরত্ব-দৃঢ়তার প্ৰতীক লাচিত : প্রধানমন্ত্রী

পাশাপাশি শিবসাগর মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন, বারাউনি থেকে গুয়াহাটি পর্যন্ত বিস্তৃত ৩,৯৯২ কোটি টাকার পাইপলাইন প্রকল্পের সূচনা করেছেন। এছাড়া ধূপধরা থেকে ছয়গাঁও এবং নিউ বঙাইগাঁও থেকে সরভোগ পর্যন্ত ডাবল রেললাইনের জাতির উদ্দেশে উৎসর্গ করেছেন প্রধানমন্ত্রী। এর আগে যোরহাটে কিংবদন্তি আহোম বীর সেনাপতি লাচিত বড়ফুকনের ১২৫ ফুট উঁচু ব্রোঞ্জের মূর্তির আবরণ উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী মোদি। বীর লাচিত বড়ফুকনের ভব্য মূৰ্তি উন্মোচন প্রসঙ্গে প্ৰধানমন্ত্ৰী বলেন, বীর লাচিত বড়ফুকন অসমের বীরত্ব এবং দৃঢ়তার প্ৰতীক।

Author

Spread the News