হেলিকপ্টার দুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা পেলেন রাষ্ট্রপতি
২২ অক্টোবর : চার দিনের সফরে কেরল যাওয়া ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হেলিকপ্টার দুর্ঘটনা ঘটে। তিরুবনন্তপুরমের প্রমাদম স্টেডিয়ামে অবতরণের সময় হেলিপ্যাডের একটি অংশ ভেঙে পড়ে, যার ফলে হেলিকপ্টারটি ভারসাম্য হারিয়ে ফেলে। তবে ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা কর্মীরা বিমানটিকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ কাজে নামে পুলিশ ও দমকল।
দীর্ঘ চেষ্টায় হাত দিয়ে ঠেলে কপ্টারটি ক্ষতিগ্রস্ত জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়নি বলেই জানা যাচ্ছে।
ঘটনাস্থলে উপস্থিত আধিকারিকদের মতে, হেলিকপ্টারটি অবতরণের পর কিছুক্ষণের মধ্যেই হেলিপ্যাডের একাংশ ধসে পড়ে অতিরিক্ত ভারের জেরে কপ্টারের পিছনের অংশ অনেকটা ঢুকে যায়। পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ হাত লাগান আধিকারিকরা।
আজ রাষ্ট্রপতি মুর্মু শবরীমালা মন্দিরে ভগবান আয়াপ্পার প্রতি শ্রদ্ধা নিবেদনের পর বেশকিছু অনুষ্ঠানে যোগ দেবেন।

