২১ ফেব্রুয়ারি মধ্যরাতে ভাষা শহিদদের শ্রদ্ধা রাষ্ট্রপতি ও মুখ্য উপদেষ্টার

২১ ফেব্রুয়ারি : ভাষা শহিদদের শ্রদ্ধা জানাতে ২১ ফেব্রুয়ারি মধ্যরাতে অর্থাৎ ১২টায় শহিদ মিনারে পৌঁছান বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর পর তিনি ফিরে যান বঙ্গভবনে। কিন্তু রাষ্ট্রপতি শহিদ মিনারে থাকাকালীন সেখানে দেখা পাওয়া যায়নি প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের।  রাষ্ট্রপতি চলে যাওয়ার পরে শহিদ মিনার চত্বরে পৌঁছান ইউনূস। ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধাও জানান তিনি।

তবে উল্লেখযোগ্যভাবে এদিন ইউনুসের রাষ্ট্রপতিকে এড়িয়ে যাওয়ার ঘটনায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এমনকি জানা গিয়েছে, রাষ্ট্রপতি শহিদ মিনারে পুষ্প স্তবক দেওয়ার সময় তাঁর সঙ্গে সৌজন্য বিনিময় করতে এগিয়ে আসেননি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সহ তিন বাহিনীর প্রধানরা।

২১ ফেব্রুয়ারি মধ্যরাতে ভাষা শহিদদের শ্রদ্ধা রাষ্ট্রপতি ও মুখ্য উপদেষ্টার

গত ১৯ ফেব্রুয়ারি কিছু মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে জড় হয়ে বিক্ষোভের সুরে জানিয়েছিলেন যে, এবছর তাঁরা রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে শহিদ মিনারে পুস্প স্তবক দিতে দেবেন না। তাঁদের যুক্তি ছিল সাহাবুদ্দিন শেখ হাসিনার নিয়োগ করা রাষ্ট্রপতি, সেই কারণে তাঁকে সাংবিধানিক প্রধান হিসাবে মানতে অস্বীকার করেন তাঁরা। আর এদিন ভাষা শহিদদের মঞ্চে ইউনূস এবং সে দেশের সেনা প্রধানের রাষ্ট্রপতিকে এড়িয়ে যাওয়া কোনও বিশেষ দিকে ইঙ্গিত করছে কিনা, সেটাই এখন অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন।

শহিদ মিনার প্রাঙ্গণে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।

এ সময় উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধানেরা, বিদেশি কূটনীতিক, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

২১ ফেব্রুয়ারি মধ্যরাতে ভাষা শহিদদের শ্রদ্ধা রাষ্ট্রপতি ও মুখ্য উপদেষ্টার

Author

Spread the News