রেফ্রিজারেটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু মেকানিকের
বরাক তরঙ্গ, ৭ জুলাই : রেফ্রিজারেটর মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক যুবকের। শনিবার বিকেলে জয়পুরে এই ঘটনা ঘটে। জয়পুর প্রথম খণ্ড এলাকার বছর কুড়ির যুবক বিশ্বজিৎ শুক্লবৈদ্য শনিবার বিকেলে গ্রামের মুন্নি ধোবির বাড়িতে রেফ্রিজারেটর মেরামত করতে যান। বিকল রেফ্রিজারেটর মেরামতি করতে গিয়ে ঘটে বিপত্তি। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ঘটনার পর তাঁকে জয়পুর প্রাথমিক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
বিশ্বজিৎ ব্যক্তিগত ইলেকট্রিশিয়ান হিসেবে প্রায়ই মানুষের বাড়ি গিয়ে বাড়ির ওয়ারিং সহ বৈদ্যুতিক যন্ত্রপাতি মেরামত করতেন। ঘটনার খবর পেয়ে হাসপাতালে পৌঁছে জয়পুর পুলিশ মৃতদেহটি হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। রবিবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে সমঝে দেয় পুলিশ। তরতাজা এই যুবকের মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।