মহিলা পুলিশকর্মীর সঙ্গে পরকীয়া, ডিএসপির পদ খুইয়ে কনস্টেবলে

২৩ জুন : সার্কল ইন্সপেক্টর থেকে পদোন্নতি পেয়ে হয়েছিলেন প্রোমোটি ডিএসপি (ডেপুটি সুপারিনটেনডেন্ট অফ পুলিশ)। পরকীয়ার জেরে ডিএসপির পদ খুইয়ে কনস্টেবলে ফিরতে হল সেই পুলিশ কর্তাকে!

এমনই নজিরবিহীন শাস্তির মুখে পড়েছেন উত্তরপ্রদেশের প্রাক্তন পুলিশ কর্তা কৃপাশঙ্কর কানৌজিয়া। লখনউ রেঞ্জের আইজি ওই প্রোমোটি ডিএসপিকে কনস্টেবল পদে ফেরানোর পাশাপাশি তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তির সুপারিশ করেছেন। বিষয়টি প্রকাশ্যে আসতে পুলিশের অভ্যন্তরে তো বটেই জনমানসেও তীব্র শোরগোল তৈরি হয়েছে।

অভিযোগ, বাড়ি যাওয়ার পরিবর্তে তিনি একজন মহিলা কনস্টেবলের সঙ্গে কানপুরের কাছে একটি হোটেলে উঠেছিলেন। বন্ধ রেখেছিলেন নিজের মোবাইল ফোনগুলিও।

এদিকে মোবাইলে স্বামীর সঙ্গে যোগাযোগ না করতে পেরে কৃপাশঙ্করের উদ্বিগ্ন স্ত্রী উন্নাও এসপির অফিসে যোগাযোগ করেন। তবে কি সার্কেল ইন্সপেক্টর কোনও বিপদের মধ্যে পড়লেন? কেউ কি তাঁকে অপহরণ করল? এই সব সাত পাঁচ ভাবনা থেকে এসপি অফিস কৃপাশঙ্করের মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে জানতে পারে মোবাইলটি শেষ কানপুরের একটি হোটেলে সক্রিয় ছিল। সঙ্গে সঙ্গে সেখানে পৌঁছয় পুলিশের দল।

এরপরই হোটেলের রুম থেকে এক মহিলা কনস্টেবল-সহ ওই পুলিশ কর্তাকে আপত্তিকর অবস্থায় দেখতে পান পুলিশ কর্মীরা। পুলিশের দাবি, আপত্তিকর ওই অবস্থার ভিডিও ফুটেজও রয়েছে। বিষয়টি জানতে পারার পর লখনউয়ের আইজি ওই অফিসারের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিলেন।
খবর : দ্য ওয়াল।

Author

Spread the News