সুইফট বাহনে কেড়ে নিল পুলিশকর্মীর প্রাণ

সুইফট বাহনে কেড়ে নিল পুলিশকর্মীর প্রাণ

বরাক তরঙ্গ, ২৭ ফেব্রুয়ারি : গুয়াহাটি মহানগরের লালমাটি এলাকায় ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। তীব্রগতির সুইফট বাহনে কেড়ে নিল অসম পুলিশের এক কর্মীর। দ্রুতগতির বাহনের ধাক্কায় পুলিশকর্মীর স্কুটি চূর্ণ-বিচূর্ণ হয়ে যায় এবং ঘটনাস্থলে স্কুটি চালক তথা পুলিশকর্মী প্রাণ হারান।

ভয়ঙ্কর দুর্ঘটনায় মৃত পুলিশ কর্মী হলেন বিরিঞ্চকুমার দাস। ঘগ্রাপার থানার আধিকারিক ছিলেন তিনি। মায়ের মৃত্যুতে এক মাসের ছুটিতে ছিলেন পুলিশ আধিকারিক দাস।

সুইফট বাহনে কেড়ে নিল পুলিশকর্মীর প্রাণ

জানা যায়, এএস ০১ এওয়াই ৯১০১ নম্বরের সুইফট বাহনটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের মধ্যে পড়ে যায়। জাতীয় সড়ক পার হওয়ার সময় জোরে ধাক্কা মারে স্কুটিতে। দুর্ঘটনার পার ঘটনাস্থল থেকে পালিয়ে যায় সুইফটের চালক। বুধবার রাতে এই মর্মান্তিক দুর্ঘটনাটি সংঘটিত হয়।

Spread the News
error: Content is protected !!