নিজের সার্ভিস রিবলবার দিয়ে জীবন শেষ করলেন পুলিশকর্মী

বরাক তরঙ্গ, ৩১ জুলাই : নিজের সার্ভিস রিবলবার দিয়ে পুলিশকর্মী চরমপন্থা বেচে নেওয়ায় চাঞ্চল্য সৃষ্টি হয়। বৃহস্পতিবার গুয়াহাটি কাহিলিপাড়ার ১০ম পুলিশ ব্যাটালিয়নে আত্মহত্যা করেন এক পুলিশকর্মী। এই তরুণ কর্মকর্তা, যিনি তাঁর সার্ভিস রাইফেল দিয়ে নিজের জীবন শেষ করেছেন, তাঁর নাম মানিক দাস। তবে, তাঁর চরম সিদ্ধান্তের পেছনের কারণগুলি আপাতত অজানা রয়ে গেছে।

পুলিশ তদন্তের পরই এই ঘটনার বিস্তারিত তথ্য প্রকাশিত হবে। উল্লেখ্য, মাত্র কয়েক দিন আগে, কামরূপ মেট্রোপলিটনে অতিরিক্ত জেলা কমিশনার হিসেবে কাজ করা এক ব্য়ক্তি একটি ভবন থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরে, তিনি গুয়াহাটী একটি বেসরকারি হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেন।

Spread the News
error: Content is protected !!