শিলচরেও কংগ্রেসের মিছিল আটকে দিল পুলিশ, উত্তপ্ত পরিস্থিতি, আটক

আলি চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ ডিসেম্বর : গুয়াহাটির পর শিলচরেও প্রতিবাদী মিছিল আটকানোর সময় পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে ঠেলা ধাক্কায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়। গুয়াহাটিতে আন্দোলনে পুলিশের লাঠিচার্জ ও টিয়ার গ্যাসকাণ্ডের প্রতিবাদ ও কংগ্রেস কর্মী মৃদুল ইসলামের হত্যার ন্যায় তদন্তের দাবিতে শুক্রবার শিলচরেও মিছিল বের করে জেলা কংগ্রেস। জেলা সভাপতির নেতৃত্বে কয়েকশো কংগ্রেস কর্মীর মিছিল বের হলে পুলিশ আটকে দেয়। তাঁদের আটক করে পুলিশ।

শিলচরেও কংগ্রেসের মিছিল আটকে দিল পুলিশ, উত্তপ্ত পরিস্থিতি, আটক

এ দিন, সর্বধর্ম সভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান শেষে শিলচর জেলা কংগ্রেস কার্যালয় থেকে প্রতিবাদী মিছিল বের হওয়ার সময় কার্যালয়ে সামনে কাছাড় পুলিশ আটকে দেয় মিছিলটি। এতে তুমুল সংঘর্ষের সৃষ্টি হয় পুলিশ ও কংগ্রেস কর্মীদের মধ্যে। এরপর পুলিশ তাঁদের আটক করে নিয়ে যায়।

শিলচরেও কংগ্রেসের মিছিল আটকে দিল পুলিশ, উত্তপ্ত পরিস্থিতি, আটক

জেলা সভাপতি অভিজিৎ পাল গুয়াহাটি ঘটনার তীব্র ভাষায় নিন্দা ও ধিক্কার জানান। এবং কংগ্রেস কর্মী মৃদুল ইসলামের হত্যার সঠিক তদন্ত দাবি জানান তিনি। গণতান্ত্রিক ভাবে আন্দোলন করার সময় মুখ্যমন্ত্রী পুলিশ পেছনে লাগিয়ে তাদের হেনস্তা করায় ধিক্কার জানান। মুখ্যমন্ত্রী পুলিশ দিয়ে তাঁদের আন্দোলন আটকাতে পারবেন না, আগামী দিনেও আন্দোলন চালিয়ে যাবেন বলে হুঁশিয়ারি দেন জেলা সভাপতি।

শিলচরেও কংগ্রেসের মিছিল আটকে দিল পুলিশ, উত্তপ্ত পরিস্থিতি, আটক

প্রতিবাদী মিছিলে বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর, প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ সহ কয়েকশো কংগ্রেসকর্মী সহ সেবা দল, ইয়ুথ কংগ্রেস, মহিলা কংগ্রেস, এনএসইউআই কর্মীরা অংশগ্রহণ করেন।

Spread the News
error: Content is protected !!