হাইলাকান্দিতে চার রেশন দোকানের লাইসেন্স সাসপেন্ড

জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ২০ জুন : হাইলাকান্দির খাদ্য ও অসামরিক সরবরাহ এবং গ্রাহক পরিক্রমা বিভাগের অ্যাসিস্টেন্ট ডিরেক্টর জেলার চারজন রেশন দোকানির লাইসেন্স সাসপেন্ড করেছেন। খাদ্য সুরক্ষার চাল বণ্নের জন্য নির্দিষ্ট প্রতি মাসের প্রথম ১০ দিন অন্ন সেবা নামক দিনগুলিতে জুন, জুলাই ও আগস্ট মাসের চাল বিতরনের অনিয়ম পরিলক্ষিত হওয়ায় লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে।

সাসপেন্ড করা রেশন দোকানের  মালিকরা হলেন, হাইলাকান্দি হোলসেল  কনজিউমার কো-অপারেটিভ এর অধীন রেশন দোকানি আফিয়া বেগম লস্কর ও  নিজাম উদ্দিন বড়ভূইয়া, মাহমুদপুর নিজ-বার্নারপুর সমবায় সমিতির অধীনের রেশন দোকানি প্রবীর দাস এবং মণিপুর সমবায় সমিতির অধীন রেশন দোকানিকান্তি দত্ত।

হাইলাকান্দিতে চার রেশন দোকানের লাইসেন্স সাসপেন্ড

Author

Spread the News