এখনও চালু করা হয়নি থানাগুলো

৯ আগস্ট : পুলিশ সদস্যদের ২৪ ঘণ্টার মধ্যে নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে আহ্বান জানানো হলেও এখনও চালু করা যায়নি দেশের থানাগুলো। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার মো: মাইনুল হাসান যত দ্রুত সম্ভব থানায় বসে কাজ শুরু করার জন্য পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছেন।

একযোগে সব থানা ফেলে পুলিশ সদস্যদের পালিয়ে যাবার ঘটনা অতীতে বাংলাদেশে কখনও দেখা যায়নি। বিশ্বের অন্যান্য দেশেও এ ধরনের ঘটনা বিরল বলে উল্লেখ করছেন বর্তমান ও প্রাক্তন পুলিশ কর্মকর্তারা।

এখনও চালু করা হয়নি থানাগুলো

তারা বলছেন, অনেক সময় যুদ্ধকালীন পরিস্থিতিতে এ ধরনের ঘটনা দেখা যায়। পুলিশের জন্য এমন পরিস্থিতি তৈরি হলো কেন সেটি এক বড় প্রশ্ন।

এদিকে, দেশের থানার ওসি ও এসআইদের নিয়ে গঠিত পুলিশ অ্যাসোসিয়েশন বলছে, পুলিশের ওপর মানুষের আস্থা ফেরাতে কিছু সংস্কার কাজ অবশ্যই করতে হবে।
খবর : দৈনিক ইনক্লাব পত্রিকা।

Author

Spread the News