ভিন ধর্মের ছেলের সঙ্গে প্রেম, বোনকে প্রকাশ্যে খুন ভাইয়ের
৯ আগস্ট : ভিন ধর্মের ছেলের সঙ্গে প্রেম করার ‘অপরাধে’ ভরদুপুরে ব্যস্ত রাস্তায় বোনকে খুন করলেন তরুণ! পুলিশ আসার আগে পর্যন্ত রাস্তাতেই পড়ে রইল মৃতদেহ। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের মিরাটে।
নিহত ১৬ বছরের ওই কিশোরী মিরাটের নাগলা শেখু এলাকার বাসিন্দা। কিশোরীর নাম আম্রেশা। জানা গিয়েছে, সে এক হিন্দু তরুণের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছিল।
বুধবার সকালেও এ নিয়ে তাদের বাড়িতে একপ্রস্ত বাদানুবাদ হয়। কথা কাটাকাটির পর রাগ করে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় কিশোরী। কিশোরীর পিছন পিছন বাড়ি থেকে রাস্তায় বের হয়ে আসেন তার দাদা হাসিনও। এর পরেই বোনকে জনসমক্ষে শ্বাসরোধ করে খুন করেন দাদা। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। তার দাদাকে গ্রেফতার করে পুলিশ।