গাঁজা পাচারকারীর ভবন বাজেয়াপ্ত পুলিশের
বরাক তরঙ্গ, ২৯ নভেম্বর : প্রথমবার গোলাঘাটে গাঁজা পাচারকারীর একটি ভবন বাজেয়াপ্ত করল পুলিশ। শুল্ক বিভাগ নোটিশ অনুযায়ী গাঁজা পাচারকারীর ভবনটি বাজেয়াপ্ত করেছে গোলাঘাট পুলিশ।
কয়েক মাস আগে গাঁজাসহ বিজিত নাথ ওরফে বাঙ্গুটিকে গ্রেফতার করে গোলাঘাট পুলিশ। এরপর শুল্ক দফতর কাছে আবেদন করে গোলাঘাট পুলিশ। আয়ের পরিমাণ সঠিক বলতে পারেনি বিজিত নাথ। ওই এলাকার বাসিন্দা। তার নির্মিত কোটি টাকার ভবন নিয়েও প্রশ্ন উঠেছিল। উল্লেখ্য, এই প্রথম গোলাঘাটে সম্পত্তি বাজেয়াপ্ত করল পুলিশ।