বাড়ির ছাদে হঠাৎই ভেঙে পড়ল বিমান, হত ২
১৯ ডিসেম্বর : বাড়ির ছাদে হঠাৎই ভেঙে পড়ল বিমান। দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। ততক্ষণে মৃত্যু হয়েছে বিমান চালক এবং এক যাত্রীর। এই ভয়াবহ ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্রের। হাওয়াইয়ের হনুলুলু এয়ারপোর্টের কাছে বুধবার বিমানটি হঠাৎই ভেঙে পড়ে। জানা গিয়েছে, ওই বিমানে চেপে নিজের ট্রেনিং সম্পন্ন করছিলেন চালক। যাত্রীবাহী বিমান হলেও সেটিতে যাত্রী হিসেবে মাত্র একজন ছিলেন সেসময়।
ইতিমধ্যে ওই মুহূর্তের একটি ভিডিও ভাইরাল হয়েছে। তাতে দেখা গিয়েছে বিমানটি আচমকা মাঝআকাশে নিয়ন্ত্রণ হারিয়ে টালমাটাল অবস্থায় পড়ে এবং কিছুক্ষনেই একটি বাড়ির উপর ভেঙে পড়ে। দাউদাউ করে আগুন জ্বলে যায় ঘটনাস্থলে।
পুলিশ, দমকল এবং শহরের জরুরি ব্যবস্থাপনা বিভাগ ছুটে যায় ঘটনাস্থলে। প্রত্যক্ষদর্শীরা স্থানীয় সংবাদ মাধ্যমে জানিয়েছেন, আচমকা তাঁরা বিকট শব্দ শুনতে পান, এবং সামনে তাকিয়ে দেখেন আগুন জ্বলছে দাউদাউ করে। কাজের মাঝেই এক স্থানীয় ব্যক্তি আচমকা শব্দ শুনে তাকিয়ে দেখেন তাঁর অফিসের ঠিক সামনে বাড়ির উপর ভেঙে পড়েছে আস্ত বিমান। স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে, বিমানটি ভেঙে পড়ার আগে, পাইলট অপর এক বিমানের সঙ্গে যোগাযোগ করে জিজ্ঞাসা করেছিলেন, ওই বিমানটি ডানদিকে ঘুরবে কিনা?