ভাসিয়ে নিল সাঁকো, ফের বিচ্ছিন্ন দুই পারের জনগণ ভাঙ্গারপারে

বরাক তরঙ্গ, ২ জুলাই : ফের বিছিন্ন ভাঙ্গারপারের হারাং নদীর দুই পারাপারের মানুষ। বেইলি সেতু ভেঙে যাওয়ার পর সাধারণ মানুষ চলাচলের জন্য একটি বাশেঁর সাঁকো নির্মাণ করা হয়েছিল। কিন্তু সপ্তাহ দশদিন টিকে থাকতে পারেনি সাঁকো। মঙ্গলবার রাতে পাহাড়ি নদী হারাঙের জলে তোড়ে ভাসিয়ে নিল সাঁকো। রাতে ঘটনাটি ঘটায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সাঁকো ভেসে যাওয়ায় নদী পারাপার বন্ধ হয়ে যায়। এক কথায় ফের বিচ্ছিন্ন হয়ে পড়েছেন দুই পারের জনগণ।

ভাসিয়ে নিল সাঁকো, ফের বিচ্ছিন্ন দুই পারের জনগণ ভাঙ্গারপারে

Author

Spread the News