কোর্ট থেকে নির্দেশ পেলেও মিলছে না জমি পাট্টা, ডিসি দ্বারস্থ গড়েরবন্দের জনগণ
বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ২৬ জুলাই : হাতিছড়া চা বাগানের মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ তুললেন জনগণ। উপযুক্ত তদন্ত চেয়ে কাছাড়ের জেলাশাসকের কাছে স্মারকপত্র প্রদান করলেন দুধপাতিল গ্ৰান্ট ও গড়েরবন্দ দ্বিতীয় খণ্ডের জনগণ। শুক্রবার এলাকার জনগণ হাতিছড়া চা বাগানের মালিক কর্তৃপক্ষের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ এনে উপযুক্ত তদন্ত চেয়ে কাছে স্মারকপত্র প্রদান করেন। স্মারকপত্র প্রদানের পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তাঁরা বলেন, বিগত প্রায় ৭০ বছর ধরে পুটিছড়া, মুরলীধর, লেবুর বন্ধ, গড়ের বন্দ দ্বিতীয় খণ্ড, ইত্যাদি এলাকায় বসবাস করতেছেন। এবং হাইকোর্টের মামলার মাধ্যমে কোর্ট থেকে একটি নির্দেশ মতে WPC নং ৭৮১/২০০১ অনুয়ায়ী খাজনা আদায় করে আসছেন কিন্তু এখনও জায়গার পাট্টা পাচ্ছেন না। তাই ডিসির কাছে অনুরোধ করেন অতিসত্বর তাদের পাট্টা বানিয়ে দেওয়ার জন্য।
তাঁরা আরও অভিযোগ করে বলেন, কয়েকদিন পর পর এই এলাকায় হাতিচড়া চা বাগান এলাকার মালিক এবং ম্যানেজার, তাদের শ্রমিকদের নিয়ে অত্যাচার করে থাকেন, এমনকি এই জায়গা দখল করার জন্য বাড়ি ঘরে এসে খুঁটি গেড়ে জান। তখন তারা এ বিষয়ে বাধা দিতে চাইলে কোন উত্তর না দিয়ে চলে যান। আবার কিছুদিন পরে এভাবে অত্যাচার করে থাকেন তাই আজ জেলাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করে উপযুক্ত তদন্ত চেয়ে ন্যায় বিচারের দাবি জানিয়েছেন তাঁরা।