শতায়ু সরিফ উদ্দিন চৌধুরী প্রয়াত

বরাক তরঙ্গ, ২৬ জুলাই : শতায়ু আজীবন কংগ্রেসি ধনেহরি প্রথম খণ্ডের বাসিন্দা আলহাজ সরিফ উদ্দিন চৌধুরী আর নেই। দীর্ঘ রোগ ভুগের পর শুক্রবার বিকেল সাড়ে পাঁচটায় নিজ বাসভবনে শেষনিঃশ্বাস ত্যাগ করেছেন। বয়স হয়েছিল ১০৮ বছর।  রেখে গেছেন ৫ ছেলে, ২ মেয়ে,  জামাতা, পুত্রবধু নাতি নাতনী সহ আত্মীয় স্বজন।

শনিবার সকাল দশটায় জানাজা নামাজ অনুষ্ঠিত হবে। প্রয়াত সরিফ উদ্দিন চৌধুরী ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক দল ও সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। ধর্মীয় সংগঠন জমিয়ত উলামা হিন্দের সক্রিয় সদস্য ছিলেন। তিনি প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী সন্তোষমোহন দেবের প্রিয়ভাজন ছিলেন।

শতায়ু সরিফ উদ্দিন চৌধুরী প্রয়াত

Author

Spread the News