বরাকে বেশ সাড়া ফেলে দিয়েছে কাটলিছড়ার পৌষমেলা

রবিবারের সমাপ্তি অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন জি বাংলার শিল্পী দীপ চ্যাটার্জি_____

বরাক তরঙ্গ, ২৩ ডিসেম্বর : কাটলিছড়ার পৌষমেলা বেশ সাড়া ফেলে দিয়েছে বরাক উপত্যকায়। চালমার্চ স্মৃতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত পৌষমেলায় দ্বিতীয় দিনে বরাকে আনাচে কানাচে জনতার সমাগম ঘটেছে। পৌষের হিমেল বাতাসকে উপেক্ষা করে বেশ জমাজমাট ভাবে চলছে মেলা।

প্রয়াত কৃষ্ণমোহন মালা স্মৃতি মঞ্চে চলছে বরাকের প্রতিবাভান শিল্পীদের আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। কাটলিছড়ার পৌষমেলা পুরো বরাক উপত্যকার মধ্যে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে চলছে। এই মেলার মাধ্যমে যে ভাবে সামাজিক বন্ধন সুদৃঢ় হচ্ছে তা কল্পনাতীত। পৌষ মেলা যে ইতিমধ্যে বরাক উপত্যকাবাসী জনতার মনে জায়গা করে নিয়েছে তা বরাকের বিভিন্ন স্থান থেকে আসা মনুষের উপস্থিতি থেকেই স্পষ্ট হয়ে গেছে। বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের অনুষ্ঠানে মঞ্চ মাতিয়ে দেন স্থানীয় শিল্পীরা। বরাক উপত্যকা যে সংস্কৃতির রাজধানী তা পৌষমেলার অনুষ্ঠান থেকে উপলব্ধি করা যাচ্ছে।

বরাকে বেশ সাড়া ফেলে দিয়েছে কাটলিছড়ার পৌষমেলা

মেলার বিশাল মঞ্চে উপস্থিত অতিথিদের পৌষ মেলা নামাঙ্কিত উত্তরীয়, স্তানীয় ভাবে নির্মিত সুসজ্জিত কুলা দ্বারা সংবর্ধনা জ্ঞাপন করেন আয়োজকরা। চতুর্থবারের পৌষমেলা সূচনাতেই বেশ জমে উঠেছে। মানুষের স্বতঃফূর্ত অংশ গ্রহণে মনে হচ্ছে তারা যেন মুখিয়েই ছিলেন এই আনন্দযজ্ঞে সামিল হতে। পিঠেপুলি, চুঙাপিঠা, আলপনা প্রতিযোগিতা, ছোটদের বসে আঁকো প্রতিযোগিতা ছাড়াও হেরিটেজ ভিলেজ, মেড়ামেড়ির ঘর, ডাক বিভাগের স্টল, ফুলের দোকান ইত্যাদির সঙ্গে এঅঞ্চলের শিল্পীদের আর্ট ও ক্রাফট প্রদর্শনীতে ভিড় প্রচুর ছিলো। আমন্ত্রিত অতিথিরা আর্ট ও ক্রাফট প্রদর্শনী দেখে রীতিমতো অভিভূত হন।

করিমগঞ্জ থেকে আগত রূপা পাল যোগাসন ডান্স গ্রুফের শিল্পীরা যোগাসন নৃত্যে বেশ সাড়া জাগিয়ে ফেলেন। এতে সহোযোগিতা করেন জাতীয় যোগাসন বিচারক রাজীব দাস।

এদিকে তিন দিবসীয় মেলার সমাপ্তি ঘটেছে রবিবার। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন জি বাংলার সারেগামাপা শিল্পী দীপ চ্যাটার্জি। এদিন রয়েছে আরও ভিন্ন স্বাদের অনুষ্ঠান।
প্রতিবেদক : এবি লস্কর, লালা।

Author

Spread the News