শিলচর রামনগরে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিন
ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ৫ এপ্রিল : শিলচরে রামনগরে ই-অটো দুর্ঘটনায় বড়খলা জারইলতলার আহত তরুণী অমৃতা নাথের মৃত্যু ঘটল। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল তিন। শনিবার সকালে মেডিক্যাল কলেজে মৃত্যু ঘটে শ্রীকোণা আইটিআই-র ছাত্রী অমৃতার। জারইলতলায় বাসিন্দা অতুল নাথের একমাত্র মেয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে রামনগরে যাত্রীবাহী অটো ও রড বোঝাই লরির সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু ঘটেছিল শ্রীকোণার এক মা ও শিশুপুত্রের। গুরুতর জখম হয়েছিলেন তিনজন। তাদের ভর্তি করা হয়েছিল শিলচর মেডিক্যাল কলেজে হাসপাতালে। আহত তিনজনের মধ্যে ছিলেন অমৃতা নাথও। অবশেষে জীবন যুদ্ধের কাছে হার মেনে পরপারে পাড়ি দেয় সে।
