শিলচর রামনগরে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিন

ঝুমি নাথ, বড়খলা।
বরাক তরঙ্গ, ৫ এপ্রিল : শিলচরে রামনগরে ই-অটো দুর্ঘটনায় বড়খলা জারইলতলার আহত তরুণী অমৃতা নাথের মৃত্যু ঘটল। এ দুর্ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়াল তিন। শনিবার সকালে মেডিক্যাল কলেজে মৃত্যু ঘটে শ্রীকোণা আইটিআই-র ছাত্রী অমৃতার। জারইলতলায় বাসিন্দা অতুল নাথের একমাত্র মেয়ের মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে রামনগরে যাত্রীবাহী অটো ও রড বোঝাই লরির সংঘর্ষে ঘটনাস্থলে মৃত্যু ঘটেছিল শ্রীকোণার এক মা ও শিশুপুত্রের। গুরুতর জখম হয়েছিলেন তিনজন। তাদের ভর্তি করা হয়েছিল শিলচর মেডিক্যাল কলেজে হাসপাতালে। আহত তিনজনের মধ্যে ছিলেন অমৃতা নাথও। অবশেষে জীবন যুদ্ধের কাছে হার মেনে পরপারে পাড়ি দেয় সে।

শিলচর রামনগরে সড়ক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে তিন
Spread the News
error: Content is protected !!