ইরানে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছে

২৭ এপ্রিল : ইরানের বৃহত্তম বাণিজ্যিক ভবনে শক্তিশালী বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। আর আহত হয়েছেন কমপক্ষে ৭৫০ জন। শনিবার দেশটির রাজধানী তেহরানের ১,০০০ কিলোমিটার (৬২০ মাইল) দক্ষিণে অবস্থিত শহিদ রাজয়ি বন্দরে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

ইরানের সংকট ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র হোসেইন জাফরি শহিদ রাজয়িতে কন্টেইনারে রাসায়নিকের দুর্বল মজুদকে বিস্ফোরণের জন্য দায়ী করেছেন। তিনি ইরানের সংবাদসংস্থা ইলনাকে বলেছেন, ‘বিস্ফোরণের কারণ কন্টেইনারের ভেতরে থাকা রাসায়নিক।

জাফরি বলেন, ‘আগেই সংকট ব্যবস্থাপনার মহাপরিচালক পরিদর্শনের সময় এই বন্দরকে সতর্ক করেছিলেন এবং বিপদের আশঙ্কা তুলে ধরেছিলেন।’

ইরানে বিস্ফোরণের ঘটনায় নিহতের সংখ্যা বাড়ছে
Spread the News
error: Content is protected !!