বিশাল সংখ্যক ছাত্রছাত্রীর নোটিশ কোন কাজে আসেনি, এআইডিএসও

বরাক তরঙ্গ, ২৪ মে : ন্যাশনাল টেস্টিং এজেন্সির বহু দেরিতে প্রকাশিত বৃহস্পতিবারের সিইউইটি বাংলা পরীক্ষার কেন্দ্র সংক্রান্ত নোটিশ বরাক উপত্যকার বিশাল সংখ্যক ছাত্রছাত্রীদের কোন কাজে আসেনি বলে অভিমত ব্যক্ত করে এআইডিএসও’র কাছাড়-করিমগঞ্জ- হাইলাকান্দি জেলা কমিটি। সংগঠনের পক্ষ থেকে এক যৌথ প্রেস বার্তায় বলা হয় যে আন্দোলনের চাপে শেষ পর্যন্ত এনটিএ আগামী ২৯ মে শিলচরে বাংলা পরীক্ষা নেওয়া হবে বলে গতকাল নোটিশ জারি করলেও বরাক উপত্যকার বেশি ভাগ পরীক্ষার্থীরা আজ অনুষ্ঠিত বাংলা পরীক্ষা দিতে কষ্ট করে বরাক উপত্যকার বাইরে থাকা কেন্দ্রগুলিতে এর আগে পৌঁছে যায়। পরীক্ষার্থীদের প্রতি এনটিএ সামান্যতম সহানুভূতিশীল হলে আরও ২৪ ঘন্টা আগে নোটিশ প্রদান করতে পারত। অসম সরকার তাদের উপর প্রচণ্ড চাপ তৈরি করে তা করাতে পারত। কিন্তু অসম সরকারও এ বিষয়ে যথেষ্ট উদ্যোগ নেয়নি।

আসাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বরাক উপত্যকার ছাত্রছাত্রীদের প্রতি সহানুভূতিশীল হয়ে স্নাতকস্তরে ভর্তির ক্ষেত্রে পূর্বের দেওয়া নোটিশ পরিবর্তন করে ৮০ শতাংশ আসনে সিইউইটি পরীক্ষার ফলাফল ছাড়া ছাত্র ছাত্রীদের ভর্তির যে সিদ্ধান্ত গ্রহণ করে অসম সরকারের উচ্চ শিক্ষা বিভাগে পাঠিয়েছে সে ব্যাপারেও এখন পর্যন্ত শিক্ষা বিভাগের কোন নির্দিষ্ট ঘোষণা জানা যায়নি। এতেও রাজ্য সরকারের ভূমিকা মোটেই সন্তোষজনক নয়। এআইডিএসও’র পক্ষ থেকে আসাম বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তকে মেনে নিয়ে স্নাতকস্তরে ছাত্র ছাত্রীদের ভর্তির দ্রুত ব্যবস্থা গ্রহণের নোটিশ প্রদানের জোরালো দাবি রাজ্যের উচ্চ শিক্ষা বিভাগের নিকট জানানো হয়। অন্যথায় তীব্র আন্দোলন গড়ে তোলা হবে হুশিয়ারি প্রদান করা হয়।

Author

Spread the News