আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা অগপ-র

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১ মার্চ : আসন্ন পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা সভার আয়োজন করল অসম গণ পরিষদ। শনিবার সন্ধ্যায় দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার পর্যবেক্ষক সুনীল ডেকার উপস্থিতিতে কাছাড় জেলা কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।  এদিন উপস্থিত ছিলেন অগপর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার দলীয় পর্যবেক্ষক কেএইচ বিমলেন্দু সিংহ, কেন্দ্রীয়  সম্পাদক সুজিত দেব, কাছাড় জেলার সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া, জেলার দুই সম্পাদকদ্বয় মণিতন সিংহ ও সুজিত শর্মা, সংখ্যালঘু পরিষদের সাধারণ সম্পাদক আয়েশা সুলতানা চৌধুরী, অসম যুব পরিষদের সম্পাদক নেকবুব হুসেন লস্কর, সংখ্যালঘু পরিষদের সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম মজুমদার, যুব পরিষদের কাছাড় জেলার সভাপতি সৌরভ দেব, সংখ্যালঘু পরিষদের জেলা সভাপতি হায়দর হোসেন লস্কর প্রমুখ। বক্তব্যে সুনীল ডেকা বলেন, অগপ দলের উপর জনসাধারণের বিশ্বাস ও রয়েছে। কারন এই অগপ রাজ্যের জনগণের স্বার্থে আজও সংগ্ৰাম চালিয়ে যাচ্ছেন। অগপর অবস্থান সবসময় রাজ্যে ভালো রয়েছে ও আগামী দিনে রাজ্যের প্রতিটি পঞ্চায়েত দখল করতে মিত্র জোটের সরকারের অগ্ৰণী ভূমিকা পালন করবে অগপ দলের নেতা-কর্মীরা।

দলের বরিষ্ঠ নেতা সহ দলীয় পর্যটবেক্ষক কেএইচ বিমলেন্দু সিংহ বলেন, অগপর অভিভাবক হলেন রাজ্যের জনগণ, জনগণের স্বার্থে কাজ করতে হবে দলীয় নেতা-কর্মীদের। তবেই দলের উন্নতি ঘটবে। জেলা সভাপতি কবির আহমেদ বড়ভূইয়া বলেন, মিত্র জোট সরকারের আমলে জনগনের ব্যাপক উন্নতি হয়েছে, যেভাবে স্বাস্থ্য, শিক্ষা, সড়কের উন্নয়নের মধ্যে দিয়ে সর্বসাধারণের উন্নতি ঘটেছিল, তাই এইবারের পঞ্চায়েত নির্বাচনে মিত্র জোটের প্রার্থীদের জয় নিশ্চিত থাকবে।

আগামী পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা অগপ-র

এদিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য নন্দমোহন সিংহ, সোনাই বিধান সভা পরিষদের সভাপতি সিহাব উদ্দিন বড়ভূইয়া, কাটিগড়া বিধান পরিষদের সভাপতি মওলানা মুস্তাফিজুর রহমান, উদারবন্দের বিধান পরিষদের সম্পাদক অমিত এন্দো, লক্ষীপুর বিধান পরিষদের সভাপতি শান্ত সিনহা, অনিল দাস, রূপেশ সিনহা, জামিল বড়ভূইয়া, চন্দন দাস, আকাশ যাদব, দীপ ভট্টাচার্য, দীপন ভট্টাচার্য, মমিনুল হক বড়ভূইয়া, রুমিম মাঝারভূইয়া, সুব্রত চন্দ সহ অন্যান্যরা।

Author

Spread the News