পরবর্তী সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী

১২ জুন : ভারতের পরবর্তী সেনাপ্রধান হতে চলেছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। মনোজ পাণ্ডের স্থলাভিষিক্ত হবেন তিনি। ৩০ জুন নতুন দায়িত্ব গ্রহণ করবেন উপেন্দ্র দ্বিবেদী। বর্তমানে সেনাবাহিনীর ভাইস চিফের দায়িত্বে আছেন তিনি। পাণ্ডের পরে দ্বিবেদীই হলেন সেনাবাহিনীর সবচেয়ে সিনিয়র কর্মকর্তা। তাঁকে পরবর্তী সেনাপ্রধান হিসেবে নিয়োগের ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। ৩০ জুন তিনি নতুন দায়িত্ব গ্রহণ করবেন।

লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী ১৯৮৪ সালে ভারতীয় সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেন। প্রায় চার দশকের সামরিক কর্মজীবনে তিনি বিভিন্ন পদে থেকেছেন। তিনি ১৮ জম্মু ও কাশ্মীর রাইফেলস রেজিমেন্ট, ২৬ সেক্টর আসাম রাইফেলস ব্রিগেডের নেতৃত্ব দিয়েছেন। আসাম রাইফেলস (পূর্ব)-এর ডেপুটি ইন্সপেক্টর জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

সেনাবাহিনীর ভাইস চিফ হিসেবে যোগ দেওয়ার আগে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে দ্বিবেদী ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত ডিরেক্টর জেনারেল ইনফ্যান্ট্রি এবং জেনারেল অফিসার কমান্ডিং ইন চিফ (হেডকোয়ার্টার নর্দার্ন কমান্ড) এর মতো গুরুত্বপূর্ণ পদে ছিলেন।

Author

Spread the News