কার্যালয়ে সংবর্ধনায় ভাসলেন নবনিযুক্ত জেলা কংগ্রেস সভাপতি

বরাক তরঙ্গ, ১০ জুলাই : শিলচর জেলা কংগ্রেস কার্যালয়ে উপস্থিত হলে সংবর্ধনায় ভাসলেন নবনিযুক্ত কংগ্রেস জেলা সভাপতি সজল আচার্য। বৃহস্পতিবার তিনি জেলা কার্যালয়ে পৌঁছলে কর্মীরা উষ্ণ অভিনন্দন ও সংবর্ধনা জানান। জেলা সভাপতি সজল আচার্য শহিদ বেদী, ইন্দিরা গান্ধী ও কর্ণেন্দু ভট্টাচার্যের আবক্ষ মূর্তিতে পুষ্পাঞ্জলী ও মাল্যদান অর্পণ করেন। তারপর আনুষ্ঠানিক ভাবে নবনিযুক্ত জেলা সভাপতি দায়িত্বভার গ্রহণ করেন।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা সভাপতি বলেন, আগামী নির্বাচনের আগে বুথ কমিটি ও মণ্ডল কমিটিকে কীভাবে শক্তিশালী করা যায় তা নিয়ে দল কাজ করবে এবং জনগণের বিভিন্ন সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করবেন। তিনি বলেন, আগামী কর্পোরেশন নির্বাচনে কংগ্রেস দল প্রত্যেকটি ওয়ার্ডে বৃহৎ ভোটে জয় লাভ করবে। এও বলেন, আগামীদিনে অসমের মুখ্যমন্ত্রীর আসনে কংগ্রেস নেতা গৌরব গগৈকে দেখতে চান সবাই। জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই এক হয়ে দলের জন্য করা করবেন জেলা সভাপতি সজল আচার্য বলেন, শিলচরের সাংসদ ও বিধায়ক মেরুদণ্ডহীন মুখ্যমন্ত্রীর সামনে তাঁদের সাহস নেই কথা বলার।

এদিন উপস্থিত ছিলেন হাফিজ রশিদ আহমদ চৌধুরী আমিনুল হক লস্কর, অভিজিৎ পাল, অজিত সিং, তমাল বণিক, সূর্যকান্ত সরকার, বিধায়ক খলিল উদ্দিন মজুমদার, বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, আনসার হোসেন বড়লস্কর, এনএসইউআই, সেবা দল, মহিলা কংগ্রেস, শরিফ-উজ জামান লস্কর সহ কংগ্রেস কর্মীরা।

Author

Spread the News