বিশ্ববিদ্যালয় ক্রিকেট: ডাবল সেঞ্চুরির নয়া রেকর্ড বদরপুরের পীযূষের

৫৯ বলে অপঃ ২০৭ রান ! এনসি কলেজ কর্তৃপক্ষের অভিনন্দন
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : শিলচরের আসাম বিশ্ববিদ্যালয় আয়োজিত দ্বাদশ আন্তঃকলেজ ক্রিকেট প্রতিযোগিতায় ডাবল সেঞ্চুরির নয়া এক রেকর্ড গড়লেন বদরপুর নবীনচন্দ্র (এনসি) কলেজের পীযূষ দাস। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব মাঠে বৃহস্পতিবার অনুষ্ঠিত টি-টোয়েন্টি ফরম্যাটের এদিনের ম্যাচে মাত্র ৫৯ বলে অপরাজিত ২০৭ রান করেন পীযূষ। মারেন ১৪টি বাউন্ডারি এবং ২৪টি ওভার বাউন্ডারি। ম্যাচে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেটে ২৯৩ রান করে নবীনচন্দ্র কলেজ। দলের দ্বিতীয় সর্বোচ্চ ৩৭ রান করেন বিশ্বজিৎ দে।
জবাবে ১২.৫ ওভারে মাত্র ৮১ রানে অলআউট হয়ে যায় প্রতিপক্ষ এন সি পাল মেমোরিয়াল কলেজ। তাদের পাঁচজন ব্যাটার খাতা খুলতে পারেননি। এর আগে আসাম বিশ্ববিদ্যালয়ের ক্রিকেটে কোনও ব্যাটার ডাবল সেঞ্চুরি করেননি। ক্রিকহিরোজ অ্যাপে ম্যাচটি লাইভ স্কোরিং করা হয়েছে। তবে পীযূষের এই অতিমানবীয় ইনিংসের পরিপ্রেক্ষিতে ক্রিকহিরোজ অ্যাপ কর্তৃপক্ষ আপাতত ম্যাচটি ‘রিভিউ’-এ রেখেছে।

বরাকের ক্রিকেট ইতিহাসে এর আগে সীমিত ওভারের ম্যাচে কোনও ক্রিকেটারের ডাবল সেঞ্চুরি করার নজির নেই। টেনিস বলের ক্রিকেটেও কেউ ডাবল সেঞ্চুরি করেছেন বলে জানা নেই। ফলে, পীযূষের এই অতিমানবিক ইনিংস একটা নজির হয়ে থাকল। নবীনচন্দ্র কলেজ কর্তৃপক্ষ পীযুষকে অভিনন্দন জানিয়েছেন। দারুণ একটা ইনিংস খেলার পথে কেরিয়ারের প্রথম সেঞ্চুরি আদায় করে নেন পীযূষ। তিনি এর আগে ডিউস বলের ক্রিকেটে কখনও শতরান করেননি। নার্ভাস নাইন্টিতে আউট হওয়ার রেকর্ড অবশ্য রয়েছে। আজ আর সেখানে আটকে থাকেননি। ১৫ নম্বর ওভারে দেবরাজ দেবের বলে সিঙ্গল নিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন। এরপর রানের গতি বাড়িয়ে শেষ পর্যন্ত বরাক উপত্যকার প্রথম ক্রিকেটার হিসেবে সীমিত ওভারের ক্রিকেটে ডাবল সেঞ্চুরি হাঁকালেন বদরপুরের ছেলে পীযূষ দাস। ম্যাচ শেষে পীযূষের হাতে ম্যাচ সেরার পুরস্কার তুলে দেন আসাম বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ডের ডিরেক্টর তথা ফিজিক্সের হেড অব দ্য ডিপার্টমেন্ট অধ্যাপক হিমাদ্রি শেখর দাস।
এদিকে, টুর্নামেন্টের সূচি অনুযায়ী দিনের প্রথম ম্যাচে শিলচর গুরুচরণ কলেজ বাজিমাত করে। তারা হারায় পয়লাপুলের নেহরু কলেজকে। ৭ উইকেটের ব্যবধানে।
