মামলায় অভিযুক্ত এসিএস অফিসারের রহস্যজনক মৃত্যু

বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : এসিএস অফিসার কবিতা ডেকার রহস্যজনক মৃত্যু। তিনি হস্ততাঁত ও বস্ত্র বিভাগের প্রাক্তন সঞ্চালিকা ছিলেন। নিয়োগ কেলেঙ্কারি ও জমি কেনাবেচায় অভিযুক্ত কবিতা ডেকার মরদেহ বৃহস্পতিবার সকালে জালুকবাড়ির নিজ বাসভবন উদ্ধার হয়।

এই অফিসারকে মুখ্যমন্ত্রীর মনিটরিং সেলের একটি মামলায় অভিযুক্ত করা হয়েছিল৷ কয়েকদিন আগে কবিতা ডেকার বাড়িতে অভিযান চালানো হয়। কবিতা ডেকা আত্মহত্যা করেছে বলে পুলিশের সন্দেহ।

মামলায় অভিযুক্ত এসিএস অফিসারের রহস্যজনক মৃত্যু
মামলায় অভিযুক্ত এসিএস অফিসারের রহস্যজনক মৃত্যু
Spread the News
error: Content is protected !!