তিন বছরের শিশুকে হত্যা করে বস্তায় ভরে রাখল মা, গ্রেফতার
বরাক তরঙ্গ, ১৪ ফেব্রুয়ারি : তিন বছরের এক শিশুকে তার মা পিটিয়ে হত্যা করেছে। পাষাণ মা রীতামণি কোঁওরের বিরুদ্ধে শিশুটিকে হত্যার অভিযোগ আনা হয়েছে। এই নৃশংস ঘটনাটি সংঘটিত হয় সোমবার মরিগাঁওয়ের মইনগুড়ি গ্রামে।
জানা যায়, ওই মহিলা কাঠ ও হাত দিয়ে পিটিয়ে তিন বছরের শিশুপুত্রকে হত্যা করেছে। আরও জানা যায় সোমবার রাতে ওই মহিলা শিশুটিকে হত্যা করে বস্তায় ভরে রাখে। মঙ্গলবার পরিবারের লোকরা ঘটনাটি টের পেয়ে পুলিশে খবর দেন।
ঘটনাস্থল থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইতিমধ্যেই ওই মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ। ওই নারী মানসিকভাবে অসুস্থ বলে তার পরিবার জানিয়েছে।