সাদা ফর্সা কন্যার মা কালো, করতে হল ডিএনএ
১ নভেম্বর : এলেক্স নামের একটি নারীর সঙ্গে ঘটেছে এমন একটি ঘটনা, যার ফলে তিনি সমস্যায় পড়েছেন। আসলে, তিনি একটি কন্যা সন্তান জন্ম দিয়েছেন, যিনি ছিলেন অত্যন্ত সাদা, কিন্তু তিনি নিজে ছিলেন কালো।
এরপর থেকেই লোকজন ছবিটি দেখে নানা মন্তব্য করতে শুরু করেন। এরপর এলেক্সকে ডিএনএ পরীক্ষা করতে বাধ্য হতে হয়, যাতে তিনি প্রমাণ করতে পারেন যে শিশুটি তাঁরই।
দ্য সানের একটি রিপোর্ট অনুযায়ী, এলেক্স এবং রব নামের একটি দম্পতি যখন তাঁদের চতুর্থ কন্যা সন্তান জন্ম দেন, তখন তাঁদের জীবনে একটি অদ্ভুত সমস্যা তৈরি হয়। আসলে, এলেক্সের রঙ গাকালোএবং তাঁর স্বামী রব সাদা। তাঁদের তিনটি সন্তান গা কালো ছিল, কিন্তু চতুর্থ কন্যার রঙ ছিল দুধের মতো সাদা। এলেক্স ট্রু্লি নামের ইউটিউব চ্যানেলে বলেন যে, লোকজন তাঁদের কন্যার সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলতে শুরু করে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখতে থাকে যে, তিনি তাঁর নানির সন্তান এবং তিনি কারও সন্তান দত্তক নিয়েছেন।
এ বিষয়ে রব জানান, তাঁরা ডিএনএ পরীক্ষা করিয়েছেন কারণ তাঁদের কন্যা আইভিএফের মাধ্যমে জন্মগ্রহণ করেছে। ডিএনএ পরীক্ষার ফলাফল প্রকাশ পায় যে, কন্যাটি তাঁদের দুজনেরই। তবে, তাঁদের সমর্থকদের মধ্যে কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন যে, কন্যাটি তাঁর বাবার মতো সাদা দেখাচ্ছে, তাতে সমস্যা কী? একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন যে, অনেকের মা-বাবার ত্বকের রঙ আলাদা হতে পারে এবং তাঁদের সন্তান আলাদা দেখায়।