সাংবাদিক মৃত্যুঞ্জয় দাসের মাতৃদেবী প্রয়াত, কাল দেহদান

বরাক তরঙ্গ, ২৫ ফেব্রুয়ারি : বদরপুরের প্রবীণ নাগরিক তথা সাংবাদিক মৃত্যুঞ্জয় দাসের মাতৃদেবী প্রয়াত হলেন মৃণালিনী দাস। বার্ধক্যজনিত রোগে মঙ্গলবার সন্ধ্যায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮৫। রেখে গেছেন চার ছেলে, দুই মেয়ে, পুত্রবধূ, জামাতা, নাতি-নাতনি ও গুণমুগ্ধদের। বছরখানেক বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মৃণালিনীদবী। কঠোর পরিশ্রমী, নিষ্ঠাবান, ধর্মপ্রাণ, উদার ও মিশুক স্বভাবের মহিলা হিসেবে তিনি পরিচিত ছিলেন।

উলেখ্য, সাত বছর আগে তিনি মরণোত্তর দেহদানে অঙ্গীকারবদ্ধ হন। তাঁর নেতৃত্বে ও ২০১৮-র সেপ্টেম্বরে স্বামী রাজকুমার দাসের সম্মানে তাঁর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে হিউম্যান সায়েন্স ফোরামের পরিচালনায় পরিবারের ন’জন সদস্য সহ আনুষ্ঠানিকভাবে মরণোত্তর দেহদানে স্বাক্ষর করেন মৃণালিনী দাস। সে সুবাদে বুধবার তাঁর মরদেহ শিলচর মেডিক্যাল কলেজের অ্যানাটমি বিভাগে দান করা হবে। তাঁর মৃত্যুর খবর পেয়েই গভীর শোক প্রকাশ করেছেন সাময়িক প্রসঙ্গ সম্পাদক তৈমুর রাজা চৌধুরী। ফোনে যোগাযোগ করে শোকসন্তপ্ত পরিবারের খোঁজখবর নেন ও মর্মবেদনা জ্ঞাপন করেন তিনি। শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে বদরপুর প্রেস অ্যাসোসিয়েশন,বদরপুর প্রেস ক্লাব, হিউম্যান সায়েন্স ফোরাম, বরাক ভ্যালি ভলান্টারি ব্লাড ডোনারস ফোরামের করিমগঞ্জ জেলা কমিটি সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংস্থা। উল্লেখ্য, মৃত্যুঞ্জয় দাস দৈনিক সাময়িক প্রসঙ্গের সাব-ইডিটর পদে কর্মরত।

সাংবাদিক মৃত্যুঞ্জয় দাসের মাতৃদেবী প্রয়াত, কাল দেহদান
Spread the News
error: Content is protected !!