থরে থরে টাকা, বিচারপতির ঘরে আগুন নেভাতে গিয়ে উদ্ধার দমকল বাহিনীর

২১ মার্চ : দিল্লি হাইকোর্টের বিচারপতি যশবন্ত ভার্মার সরকারি বাংলো থেকে উদ্ধার হল বিপুল পরিমান নগদ টাকা। যার দরুন সুপ্রিম কোর্টের বিচারপতিদের কলেজিয়াম বিচারপতি ভার্মাকে দিল্লি হাইকোর্ট থেকে এলাহাবাদ হাইকোর্টে বদলির সিদ্ধান্ত নিয়েছে।

জানা গিয়েছে, ১৪ মার্চ হোলির সময় বিচারপতি ভার্মার বাড়িতে আগুন লাগলে তাঁর পরিবারের সদস্যরা দমকলে ফোন করেন। বিচারপতি সেইসময় শহরের বাইরে ছিলেন বলেই জানা যাচ্ছে। এরপর দমকল আগুন নেভাতে এসে বাংলোর একটি ঘরে থরে থরে সাজানো বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করে। খবর দেওয়া হয় পুলিশে। প্রশাসনের শীর্ষ আধিকারিকদের মারফত সেই খবর পৌঁছায় শীর্ষ আদলতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার কাছে। এরপরেই তাঁর নেতৃত্বে সুপ্রিম কোর্টের বিচারপতিদের ৫ সদস্যের কলেজিয়াম সিদ্ধান্ত নেয় বিচারপতি ভার্মাকে এলাহাবাদে বদলি করার।

থরে থরে টাকা, বিচারপতির ঘরে আগুন নেভাতে গিয়ে উদ্ধার দমকল বাহিনীর

যদিও বিচারপতি ভার্মার এই বদলিকে তাঁর অপরাধের লঘু দণ্ড হিসাবেই মনে করছেন বিচার বিভাগের বহু মানুষ। তাঁরা বিচারপতি ভার্মার পদত্যাগ দাবি করছেন। সংশ্লিষ্ট মহলের অনুমান ঘুষের টাকা বাড়িতে রেখেছিলেন তিনি। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত বিচারপতি ভার্মার কোনও মন্তব্য মেলেনি।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল। ছবি প্রতীকী।

থরে থরে টাকা, বিচারপতির ঘরে আগুন নেভাতে গিয়ে উদ্ধার দমকল বাহিনীর
Spread the News
error: Content is protected !!