অসুস্থ বুনো হাতির তাণ্ডব পিপড়াগুলে, বনবিভাগের অবহেলায় ক্ষুব্ধ জনতা
মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৩০ নভেম্বর : দীর্ঘ দিন থেকে একটি বুনো হাতি পাথারকান্দি বিধানসভার বিভিন্ন চা-বাগান সহ আশপাশ জনবহুল এলাকায় প্রবেশ করে উপদ্রব চালিয়ে আসছে। এমনকি রাতে অনেকের বাড়িতে প্রবেশ করে তাণ্ডব চালাচ্ছে। হাতি আতঙ্কে ভুগছেন জনগণ। অসুস্থ বুনো হাতিটি এক ধরনের ত্রাস সৃষ্টি করে চলছে পাথারকান্দির ভারত-বাংলা সীমান্ত ঘেঁষা বিভিন্ন চা-বাগান এলাকায় সহ আশপাশের কয়েকটি এলাকায়। কিন্তু বন বিভাগের দায় সাড়া মনোভাবে ক্ষুব্ধ জনতা।
এদিকে, বৃহস্পতিবার গভীর রাতে ভারত-বাংলা সীমান্তবর্তী পিপড়াগুল এলাকায় কয়েকটি বাড়িতে প্রবেশ করে বুনো হাতিটি, মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা গ্রামে। হঠাৎ হাতির উপদ্রবের শব্দ পেয়ে বসতগৃহের লোকেরা ঘুম থেকে উঠে প্রাণ রক্ষা করতে যে যার মতে এদিক সেদিক দৌঁড়ঝাপ শুরু করেন। এতে হাল্লাচিৎকার শুনে আশপাশের লোকেরা এগিয়ে আসেন। এবং হাতিটিকে তাড়াতে শুরু করেন।গ্রামের আতঙ্কিত জনগণ জানান। গভীর রাতে বুনো হাতিটি বাড়িতে প্রবেশ করে। এবং বাড়ির পাশে থাকা কলা গাছ ভেঙে তছনছ করে দেয়। তারা রাতেই স্থানীয় বনবিভাগে কর্মীদের বিষয়টি অবগত করেন। কিন্তু বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি বনকর্মীরা এমনটাই অভিযোগ আতঙ্কিত জনতার।
পরদিন দুপুর বারোটা নাগাদ ঘটনাস্থলে দুই বন কর্মী উপস্থিত হলে উত্তেজিত জনতার রোষানলে পড়েন। এক সময় বনকর্মীরা সেখান থেকে ফিরে যেতে চাইলে স্থানীয়রা তাদের যেতে দেননি। শেষপর্যন্ত ডেপুটি রেঞ্জার দীপক সিনহা ঘটনাস্থলে পৌছে উত্তেজিত জনতাকে বুঝিয়ে সুজিয়ে ক্ষতিপুরন পাইয়ে দেওয়ার আশ্বাস প্রদান করে পরিস্থিতি শান্ত করেন।