সিভিল হাসপাতালের মিশনারিজ অব চ্যারিটির স্বাস্থ্য শিবির, ব্যাপক সাড়া

সিভিল হাসপাতালের মিশনারিজ অব চ্যারিটির স্বাস্থ্য শিবির, ব্যাপক সাড়া

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ অক্টোবর : শিলচর সিভিল হাসপাতালের উদ্যোগে  মিশনারিজ অব চ্যারিটিতে একটি বিশেষ স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার আয়োজিত শিবিরে মূলত প্রবীণ বাসিন্দাদের জন্য চিকিৎসা সেবা প্রদান করা হয়। সিভিল সুপারিন্টেন্ডেন্ট ডাঃ অরূপকুমার পাটোয়ার নেতৃত্বে একটি অভিজ্ঞ চিকিৎসক দল শিবিরে অংশ নেয়। শিবিরে প্রবীণদের পাশাপাশি মধ্যবয়সী ব্যক্তি এবং সেরিব্রাল পালসি রোগীরাও সেবা পান।
চিকিৎসক দলে ছিলেন ডাঃ রোহন বিশ্বাস, ডাঃ সন্দীপ রায়, ডাঃ শিজি বশির, ডাঃ শিবানন্দ রায়, ডাঃ জুরি শর্মা প্রমুখ। প্রবীণদের জন্য বিশেষভাবে স্বাস্থ্য পরীক্ষা করা হয়, যেখানে আর্থ্রাইটিস, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসের মতো দীর্ঘস্থায়ী রোগের যত্নের ওপর জোর দেওয়া হয়।

সিভিল হাসপাতালের মিশনারিজ অব চ্যারিটির স্বাস্থ্য শিবির, ব্যাপক সাড়া

সিভিল সুপারিন্টেন্ডেন্ট ডাঃ অরূপ কুমার পাটোয়া বলেন, “মাদার টেরেসার আদর্শ আমাদের এই কাজকে অনুপ্রাণিত করে। আমাদের লক্ষ্য হল প্রবীণদের যথাযথ চিকিৎসা ও যত্ন দেওয়া। এই শিবিরের মাধ্যমে আমরা তাদের তাৎক্ষণিক স্বাস্থ্য সমস্যা সমাধানের পাশাপাশি তাদের দীর্ঘমেয়াদী সুস্থতার দিকে মনোযোগ দিচ্ছি।”
সিভিল হাসপাতালের এই উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শিলচর মিশনারিজ অব চ্যারিটি।

উল্লেখ্য, প্রতিষ্ঠানটি মাদার টেরেসার আদর্শে পরিচালিত। অসহায় ও প্রবীণদের জন্য নিরলসভাবে কাজ করে আসছে।

Author

Spread the News