নাবালিকা ধর্ষণে অভিযুক্তের বাড়ি ও দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন

৬ জুন : যোগী মডেলে নাবালিকা ধর্ষণে অভিযুক্তের বাড়ি ও দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন। বিহারের মজফফরপুর জেলার ঘটনা। বৃহস্পতিবার মজফফরপুরের কুরহানি মহকুমার তুর্কি থানা এলাকায় যৌন নিপীড়নের কারণে এক দলিত নাবালিকার মৃত্যু হয়। অভিযুক্ত ঘটনার পর পালিয়ে যায়। মুজাফফরপুরের এসপি বিদ্যাসাগর জানান, ‘ঘটনার পর আমরা অভিযুক্তের সম্পত্তি বাজেয়াপ্ত করি। আজ আর্থ-মুভার দিয়ে অভিযুক্তের দোকান-বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়। পুরো ঘটনার নেতৃত্বে ছিলেন সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট শ্রেয়া শ্রী। যদিও অভিযুক্ত ইতিমধ্যেই আত্মসমর্পণ করেছে। আদালতের নির্দেশ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’ পাশাপাশি এসপি আরও বলেন, ‘অভিযুক্তদের বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তা সকলের জন্য একটি উদাহরণ হিসেবে আজীবন থেকে যাবে। যাদের জঘন্য অপরাধ করার প্রবণতা রয়েছে তাদের জন্য এটি আগাম সতর্কতা। তারা কেউই আইনের হাত থেকে বাঁচতে পারবে না।’

মজফফরপুরের ঘটনায় বিরোধীদের তোপের মুখে পড়েছে নীতীশ কুমার প্রশাসন। চাপের মুখে বিহারের ডেপুটি চিফ মিনিস্টার বিজয় কুমার সিনহা জেলায় এসে ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের নির্দেশ দেন। তারপরই উত্তরপ্রদেশের ‘বুলডোজার জাস্টিস’ মডেলে অভিযুক্তের বাড়ি ও দোকান গুঁড়িয়ে দেওয়া হয়।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

নাবালিকা ধর্ষণে অভিযুক্তের বাড়ি ও দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন
Spread the News
error: Content is protected !!