হরিনগরে বিসর্জনে যাওয়ার পথে দু’পক্ষের মারপিট, প্রতিবাদে বাজার বন্ধ
বরাক তরঙ্গ, ৪ অক্টোবর : দেবী
বিসর্জন ঘিরে হরিনগরে মারপিটে উত্তেজনা সৃষ্টি হয়। এনিয়ে থানায় মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা রাতে জয়পুর থানা এলাকার হরিনগরে এই ঘটনা সংঘটিত হয়েছে। শনিবার সকাল থেকে জয়পুর বাজার বন্ধ রেখে প্রতিবাদে নেমেছেন জয়পুর ও হরিনগর বাজারের ব্যবসায়ীরা।
জানা যায়, বিসর্জনের দ্বিতীয় দিন শুক্রবার বিকেলে হরিনগর বাজার থেকে দুর্গা প্রতিমা বিসর্জন করতে ডিসকা নদীর দিকে যাচ্ছিলেন হরিনগর সর্বজনীন পুজো কমিটির সদস্যরা। গাড়িতে প্রতিমা তোলার সময় পথিমধ্যে ধরমনগর স্থানে স্থানীয় ডিমাসা লোকজন মূর্তি বিসর্জন দিয়ে ফিরছিলেন। তখনই ঘটে মারপিটের সূত্রপাত। কমিটির সদস্যরা জানান, “কয়েকজন ডিমাসা যুবক হরিনগর বাজারের পুজো কমিটির সদস্যদের বলেন, সড়ক বন্ধ করে রাখা হয়েছে কেন। সদস্যরা বিনয়ের সঙ্গে জানান সড়ক বন্ধ করিনি, মূর্তি গাড়িতে উঠানো হচ্ছে, অল্প সময় লাগবে, আপনারা একটু কষ্ট করে যেতে পারেন। এই কথা বলতেই কয়েকজন ডিমাসা যুবক বলেন এটা ডিমারাজি, এখানে রাস্তা বন্ধ করা যাবে না বলেই ঠেলাধাক্কা মারপিট শুরু করেন।” তারা এও জানান, বাঙালি পুজো কমিটির মহিলা সদস্যাদের পর্যন্ত মারপিট করেন উত্তেজিত ডিমাসা যুবকরা। এনিয়ে রাতভর উত্তেজনা ছড়ায় জয়পুর হরিনগর এলাকায়। এই ঘটনার পর হরিনগর বাজারের দু’টি পুজো কমিটির প্রতিমা বিসর্জন এখন পর্যন্ত হয়নি।
ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছেন জেলা সিনিয়র পুলিশ সুপার নোমাল মহাতো। এই ঘটনা নিয়ে হরিনগর পুজো কমিটির পক্ষ থেকে ডিমাসা যুবকদের অভিযুক্ত করে শনিবার সকালে জয়পুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও চাপা উত্তেজনা বিরাজ করছে। মোতায়েন করা হয়েছে পুলিশ সিআরপিএফ। ছবি প্রতীকী।