ট্রেডিং কেলেঙ্কারির মূল মাস্টারমাইন্ড শাকিরের ম্যানেজার মুজাক্কির গ্রেফতার

মোহাম্মদ জনি, শ্রীভূমি।
বরাক তরঙ্গ, ৯ মার্চ : শ্রীভূমি জেলা ও বরাক উপত্যকায় অবৈধ ট্রেডিং কেলেঙ্কারির সঙ্গে যুক্ত মূল পরিকল্পনাকারী মোহাম্মদ শাকিরের ঘনিষ্ঠ সহযোগী ও ম্যানেজার মুজাক্কিরকে গ্রেপ্তার করেছে বদরপুর পুলিশ। এছাড়াও, হাইলাকান্দির সাহানুল আলম লস্কর নামের অপর এক সহযোগীকেও পুলিশ হেফাজতে নিয়েছে। নির্দিষ্ট মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের সময় মুজাক্কিরের ব্যবহৃত একটি বিলাসবহুল কালো রঙের গাড়িও আটক করা হয়েছে।

প্রসঙ্গত, শ্রীভূমি জেলা ও বরাক উপত্যকায় অবৈধ ট্রেডিং-এর মাধ্যমে প্রায় ১৫০ কোটি টাকার বেশি আর্থিক দুর্নীতি চালিয়েছে মোহাম্মদ শাকিরের চক্র। যদিও চক্রের দুই সহযোগী পুলিশের জালে ধরা পড়েছে, তবুও মূল অভিযুক্ত মোহাম্মদ শাকির এখনো পলাতক রয়েছে।

পুলিশ এই কেলেঙ্কারির তদন্ত চালিয়ে যাচ্ছে এবং শাকিরসহ অন্যান্য অভিযুক্তদের দ্রুত আইনের আওতায় আনার জন্য তৎপর রয়েছে।

Author

Spread the News