মেহেরপুর জিলানি চৌধুরী লেনে চুরিকাণ্ডের মূল অভিযুক্ত আটক
বরাক তরঙ্গ, ১৪ জুলাই : শিলচর মেহেরপুর জিলানী চৌধুরী লেনে সম্প্রতি ঘটে যাওয়া চুরি কাণ্ডে মূল অভিযুক্ত অবশেষে ধরা পড়েছে। সিসিটিভি ফুটেজের ভিত্তিতে রুহুল আমিন নামে এক যুবককে আটক করা হয়। হাইলাকান্দি যুবক রুহুল কিছুদিন ধরে জিলানী চৌধুরী লেনে ভাড়া থেকে মম’স কিচেন নামের একটি রেস্টুরেন্টে চালাতো।
সিসিটিভি ফুটেজে স্পষ্টভাবে রুহুল আমিনের গতিবিধি ধরা পড়ে। সেই ফুটেজের ভিত্তিতে স্থানীয়রা সন্দেহ করে তাকে আটক করে এবং পরে পুলিশকে খবর দেয়। পুলিশের তল্লাশিতে রুহুলের ভাড়া ঘর থেকে উদ্ধার হয় জালনোট, তালা কাটার বিভিন্ন সরঞ্জাম এবং বিভিন্ন জায়গার তালা খোলার চাবি।

পুলিশ রুহুল আমিনকে হেফাজতে নিয়ে তদন্ত শুরু করেছে। তার সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
