শিলচরে অগপ যুবনেতার পরকীয়া ! ধরে পুলিশে দিলেন প্রেমিকা-র স্বামী

বরাক তরঙ্গ, ২২ জুন : একদিকে অগপ যুব শাখার কর্মকর্তা সৌরভ দেব ও তার প্রেমিকা অস্মিতা বিশ্বাস। অপরদিকে অস্মিতার স্বামী রাজীব বিশ্বাস। দুই পক্ষের এই তিনজনই রংপুর শান্তি পাড়া এলাকার বাসিন্দা। দুই পক্ষের সম্পর্কের টানাপোড়নের জেরে রবিবার সৃষ্টি হয় চড়া নাটকের। ডিজায়ার ফর লাইফ নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সঙ্গী করে রাজিব এদিন  দাসকলোনির এক ভাড়া ঘর থেকে অস্মিতা ও সৌরভকে পাকড়াও করে সমঝে দেন রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়িতে।

রাজীব ও অস্মিতার দাম্পত্য জীবন প্রায় ১০ বছরের। তাদের দুই শিশু সন্তানও রয়েছে। তবে অস্মিতার জীবনে প্রতিবেশী অগপ যুবনেতা সৌরভের আগমনকে ঘিরে দুজনের মধ্যে সম্পর্ক বিষিয়ে উঠে বেশ কিছুদিন ধরেই। ব্যাপারটা প্রকাশ্যে আসে গত ফেব্রুয়ারি মাসে। একদিন হঠাৎ অস্মিতা পুলিশের কাছে হাজির হয়ে অভিযোগ করেন তিনি অগপর টিকিটে পুরনিগমের নির্বাচনে লড়তে আগ্রহী। কিন্তু স্বামী রাজিব এতে আপত্তি জানিয়ে তার উপর নির্যাতন চালাচ্ছেন। অস্মিতার এই অভিযোগের সূত্র ধরে পাল্টা মুখ খোলেন রাজিবও। প্রতিবেশী সৌরভের সঙ্গে অস্মিতার সম্পর্কের কথা উল্লেখ করে তিনি পাল্টা বিচার প্রার্থী হন । সৌরভ সম্পর্কে জানা গেছে তিনিও বিবাহিত। এভাবে স্বামী ও-স্ত্রীকে ছেড়ে দুই বিবাহিত পুরুষ ও মহিলার সম্পর্ককে ঘিরে স্বাভাবিকভাবেই শুরু হয় জোর চর্চা।

এসবের পর কিছুদিন অতিক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে এই অধ্যায় চাপা পড়ে যায়। রবিবার হঠাৎ করে রাজিব ডিজায়ার ফর লাইফ সংগঠনের সদস্যদের নিয়ে অস্মিতা ও সৌরভকে সমঝে দেন পুলিশের কাছে। রাজিব জানান, গত ফেব্রুয়ারি মাসে অস্মিতা তার বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে পুলিশের দারস্ত হওয়ার কিছুদিন পরই দুই সন্তান সহ বাড়ি থেকে গায়েব হয়ে যান। খোঁজখবর করে দাস কলোনির ভাড়াবাড়িতে অস্মিতা রয়েছেন একথা জানতে পারার পর, এদিন ডিজায়ার পর লাইফের সদস্যদের সহযোগে ওই বাড়িতে যান। সেখানে গিয়ে পাওয়া যায় অস্মিতা ও সৌরভকে। অস্মিতা ও সৌরভকে এদিন পুলিশের কাছে সমঝে দেওয়ার পর রাজিব এজাহারও দায়ের করেন। তার অভিযোগ দুজন পরকীয়া সম্পর্কে লিপ্ত। তার সঙ্গে আইনত বিচ্ছেদ হওয়ার আগেই দুজনে একসঙ্গে থাকতে শুরু করেছেন। রাজিব সঙ্গে এও অভিযোগ করেন, অস্মিতা ও সৌরভ গোপনে তাকে হত্যার ষড়যন্ত্রও করছেন।

রাজীবের এই অভিযোগ নিয়ে অস্মিতার বক্তব্য, সৌরভের সঙ্গে তার প্রেমের সম্পর্ক থাকলেও দুজনে মোটেই একসঙ্গে থাকছিলেন না। রাজিবের অত্যাচারেই স্বইচ্ছায় বাড়ি ছেড়ে তিনি থাকছিলেন দাস কলোনির ভাড়াবাড়িতে। আর সৌরভের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠার জন্য রাজিবের নির্যাতনকেই দায়ী করেন তিনি। সঙ্গে এও বলেন, রাজিবের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের জন্য আইনি প্রক্রিয়া চলছে। আইনগতভাবে বিচ্ছেদ হওয়ার পরই তিনি সৌরভের সঙ্গে শুরু করবেন যৌথ জীবন।

শিলচরে অগপ যুবনেতার পরকীয়া ! ধরে পুলিশে দিলেন প্রেমিকা-র স্বামী

সৌরভও দাবি করেন, অস্মিতার সঙ্গে তার প্রেমের সম্পর্ক থাকলেও বর্তমানে তারা একসঙ্গে থাকছেন না।  তিনি বলেন,-কাউকে ভালোবাসা মোটেই পাপ নয়। অস্মিতাকে তিনি ভালবাসেন। এবং আইন সংগতভাবেই তাদের এই ভালোবাসার সম্পর্ককে চূড়ান্ত রূপ দেবেন।  আর তার পত্নীর সঙ্গে এরই মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে বলেও দাবি করেন তিনি।

যদিও রাজীবের দাবি, এসব সম্পূর্ণ মিথ্যা কথা। সৌরভ ও অস্মিতা এক ঘৃণ্য উদ্দেশ্য নিয়ে জড়িয়েছেন সম্পর্কে। পুলিশ অবশ্য এই মুহূর্তে এ নিয়ে বিশেষ কিছু বলতে রাজি নয়। পুলিশের এক সূত্র জানান উভয় পক্ষের বক্তব্য খতিয়ে দেখা হচ্ছে।

Spread the News
error: Content is protected !!