জননেতা মহীতোষ পুরকায়স্থের জন্মদিবস পালন

পিএনসি, শিলচর।
বরাক তরঙ্গ, ৩০ জুলাই : জননেতা মহীতোষ পুরকায়স্থের ১০৬তম জন্মদিবস পালন করা হল শিলচরে। মহীতোষ পুরকায়স্থ মূর্তি স্থাপন কমিটির উদ্যোগে পেনশনার ভবনে আয়োজিত এই সভায় পৌরোহিত্য করেন কমিটির সভাপতি শিবব্রত দত্ত। শুরুতে উদ্দেশ্য ব্যাখ্যা করেন কমিটির সাধারণ সম্পাদক রসরাজ দাস। তিনি মহীতোষ পুরকায়স্থের জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

সভায় অন্যান্যদের মধ্যে  অবসরপ্রাপ্ত অতিরিক্ত জেলা শাসক শ্যামলকান্তি দেব, বরাক উপত্যকা সাংবাদিক সংস্থার সভাপতি হারাণ দে, গৌরি দত্ত বিশ্বাস ,হরিদাস দত্ত, রমা প্রসাদ বিশ্বাস, মলয় ভট্টাচার্য, সুকল্পা দত্ত, সমাজসেবী সাধন পুরকায়স্থ বক্তব্য রাখেন। বক্তারা অসমে বাংলা ভাষা রক্ষার ক্ষেত্রে মহীতোষ পুরকায়স্থ অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। অনুষ্ঠানের শুরুতে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ মহীতোষ পুরকায়স্থের ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন।

Spread the News
error: Content is protected !!