জুবিনের মৃত্যুর সঙ্গে জড়িত কোনও অভিযুক্তের পক্ষে আদালতে সওয়াল করবে না, ঘোষণা উকিল সমিতির

বরাক তরঙ্গ, ২৬ সেপ্টেম্বর : জনপ্রিয় শিল্পী জুবিন গর্গের অকাল মৃত্যুতে শোকাহত সমগ্র অসমবাসী। জুবিন গর্গের আকস্মিক মৃত্যুর পর গোটা রাজ্য যেভাবে স্তব্ধ হয়ে পড়েছিল, তা গোটা বিশ্ব প্রত্যক্ষ করেছে। প্রাণের শিল্পী জুবিন গর্গের মৃত্যুজনিত শোক থেকে এখনও মুক্ত হতে পারেনি রাজ্যবাসী। জুবিন গর্গের রহস্যজনক মৃত্যুর পর রাজ্যজুড়ে অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক এজাহার দায়ের করা হয়েছে। ইতিমধ্যেই এই মামলার তদন্তের দায়িত্ব সিআইডিকে দিয়েছে অসম সরকার। পাশাপাশি গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল।

তদন্ত চলাকালীন সারা অসম উকিল সমিতি নিয়েছে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সামাজিক দায়বদ্ধতা ও নৈতিক বাধ্যবাধকতার কথা উল্লেখ করে সমিতি ঘোষণা করেছে যে, জুবিন গর্গের মৃত্যুর সঙ্গে জড়িত কোনও অভিযুক্তের পক্ষ হয়ে তারা আদালতে সওয়াল করবে না।

জুবিনের মৃত্যুর সঙ্গে জড়িত কোনও অভিযুক্তের পক্ষে আদালতে সওয়াল করবে না, ঘোষণা উকিল সমিতির

এই মামলায় অভিযুক্তদের আইনি সহায়তা দেওয়া হবে ‘ঐতিহাসিক ভুল’ বলেও সমিতি জানিয়েছে। একই সঙ্গে তারা তদন্তকারী সংস্থাগুলিকে অনুরোধ করেছে যেন কোনও বাধা ছাড়া সুষ্ঠুভাবে তদন্ত চালানো যায় তার জন্য পরিবেশ বজায় রাখা হয়।

এক বিবৃতিতে সারা অসম উকিল সমিতি জানায়— “হিয়ার আমঠু, অসমিয়াদের আত্মপরিচয়ের প্রতীক, বিশ্ব সম্পদ শিল্পী জুবিন গর্গের অকাল মৃত্যু সমাজজীবনে এক গভীর, অসহনীয় ও অগ্রহণযোগ্য পরিস্থিতি সৃষ্টি করেছে। প্রয়াত শিল্পীর সিঙ্গাপুরে ঘটে যাওয়া অস্বাভাবিক মৃত্যুতে জনসাধারণ গভীর রহস্য, সন্দেহ এবং ষড়যন্ত্রের গন্ধ অনুভব করছে।”

সমিতি আরও উল্লেখ করেছে যে, ইতিমধ্যেই সমগ্র অসমের বিভিন্ন প্রান্তে জুবিন গার্গের অস্বাভাবিক মৃত্যুর সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে। সমিতি তাদের বিবৃতিতে কঠোর ভাষায় জানিয়েছে যে, “অভিযুক্ত দুজন ইতিমধ্যেই দুরাচারী, লম্পট ও নৈতিকভাবে অধঃপতিত ব্যক্তি হিসেবে চিহ্নিত হয়েছে।”

Spread the News
error: Content is protected !!