লখিমপুরে রাজ্য ভিত্তিক কমসোমলের ত্রি-দিবসীয় শিক্ষা ও সাংস্কৃতিক শিবিরের সূচনা

বরাক তরঙ্গ, ২৬ জুলাই : কিশোর কিশোরীদের মধ্যে উন্নত নীতি নৈতিকতা ও মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যে শনিবার থেকে অসম রাজ্য ভিত্তিক ত্রি-দিবসীয় শিক্ষা ও সাংস্কৃতিক শিবিরের সূচনা হয় উত্তর লখিমপুর টাউন মডেল এলপি স্কুলে। দুপুর ১২ টায় স্কুল প্রাঙ্গণে অস্থায়ী শহিদ বেদীতে মাল্যদান করেন এসইউসিআই (সি) দলের লখিমপুর জেলা কমিটির সম্পাদক অনুপম চুতীয়া, যুব সংগঠন এআইডিওয়াইও’র রাজ্য সম্পাদক বিরিঞ্চি পেগু সহ কমসোমলের নেতৃবৃন্দ। মাল্যদান শেষে কমসোমলের পক্ষে শহিদ বেদীর উদ্দেশ্যে গার্ড অব অনার প্রদর্শন করা হয়।

আগামী তিন দিনের এই শিবিরে জ্ঞান, বিজ্ঞান, মহান মনীষীদের জীবন সংগ্রাম সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি থাকবে বিভিন্ন ধরনের ক্রিড়া, সাংস্কৃতিক পরিবেশনা, ম্যাজিক শো, শরীর চর্চা ইত্যাদি। এসইউসিআই (সি) দলের অসম সম্পাদক ও কেন্দ্ৰীয় কমিটির সদস্য চন্দ্রলেখা দাস আগামীকাল বিকালের অধিবেশনে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে মানব সমাজের বিবর্তনের ইতিহাস ও তাৎপর্য ও শিবিরের শেষ দিন কিশোর কিশোরদের চরিত্র গঠন, মনুষ্যত্ব অর্জন এবং প্রকৃত দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠার পথ কি হবে তা নিয়ে বিস্তারিত আলোচনা করবেন।

Spread the News
error: Content is protected !!