পাথারকান্দিতে কৃষ্ণকান্ত সন্দিকৈ বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টারের সূচনা
মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১২ আগস্ট : পড়ুয়াদের হাতে মোবাইল নয়, থাকতে হবে সংবাদপত্র বা বই পাথারকান্দিতে বললেন কৃষ্ণকান্ত সন্দিকৈ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মঙ্গলবার থেকে উচ্চশিক্ষায় নতুন দিগন্তের সূচনা হল পাথারকান্দি কলেজে চালু হল কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার।শ্রীভূমি জেলার পাথারকান্দিতে ১২ আগষ্ট দিনটিতে যোগ হল এক নতুন অধ্যায়। এবার থেকে পাথারকান্দি কলেজেই চালু হল কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্য মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্টাডি সেন্টার। এ উপলক্ষে কলেজ প্রাঙ্গণে আয়োজন করা হয় ভর্তি সংক্রান্ত এক সচেতনতা সভার, যেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রাজেন্দ্র প্রসাদ দাস এবং বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক প্রণব শইকিয়া। দুপুর দেড়টার দিকে অতিথিরা কলেজে পৌঁছালে অধ্যক্ষ ড. মঞ্জুরুল হক ফুলের তোড়া ও গামছা পরিয়ে তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান। কলেজ প্রেক্ষাগৃহে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিক্ষার্থীদের পরিবেশনায় মনোমুগ্ধকর মণিপুরী নৃত্য ও ঐতিহ্যবাহী ধামাইল নৃত্য পরিবেশিত হয়। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক সুতরূপা দে।প্রধান অতিথি ও অন্যান্য অতিথিদের সম্মাননা প্রদানের পর ডিন অধ্যাপক প্রণব শইকিয়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও পেশাদারী কোর্সের বিস্তারিত তুলে ধরেন। তিনি বলেন, কৃষ্ণকান্ত সন্দিকৈ রাজ্যিক মুক্ত বিশ্ববিদ্যালয় আসাম সরকারের অধীনে প্রতিষ্ঠিত এবং ইউনিভার্সিটি গ্রান্টস কমিশন (UGC) কর্তৃক স্বীকৃত। এখানে মোট বাহান্নটি প্রোগ্রাম চালু রয়েছে, যা সকল বয়স ও স্তরের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত।
উপাচার্য রাজেন্দ্র প্রসাদ দাস শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, আমাদের মুক্ত বিশ্ববিদ্যালয় সবার জন্য উচ্চশিক্ষা ও পেশাদারী শিক্ষার দ্বার উন্মুক্ত করেছে। শুধু শিক্ষার্থীদের সেই স্বপ্ন ও আগ্রহ থাকতে হবে। পড়ুয়াদের হাতে মোবাইল নয়, থাকতে হবে সংবাদপত্র বা বই তাহলেই তারা জ্ঞান ও চিন্তাশক্তিতে সমৃদ্ধ হতে পারবে। তিনি আরও বলেন, শিক্ষার্থীরা যেন একটিমাত্র প্রোগ্রামে থেমে না থেকে একাধিক একাডেমিক ক্ষেত্রে নিজেকে উন্নত করে। এটি জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর মূল ভাবনার সঙ্গেও সঙ্গতিপূর্ণ। পরিবারের যেসব সদস্য কোনো কারণে পড়াশোনার বাইরে রয়েছেন, তাঁদেরও এই মুক্ত বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে পড়াশোনায় ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি।

সংবাদ সম্মেলনে উপাচার্য জানান, ভর্তি প্রক্রিয়া অত্যন্ত সহজ এবং বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গিয়ে শিক্ষার্থীরা প্রয়োজনীয় সমস্ত তথ্য ও আবেদন ফর্ম সহজেই পেতে পারবেন। তিনি স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পাথারকান্দি কলেজে বাংলা স্নাতকোত্তর কোর্স চালুর ঘোষণা দেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাথারকান্দি সেন্ট্রাল পাব্লিক স্কুলের অধ্যক্ষা, কলেজ পরিচালনা সমিতির প্রাক্তন সভাপতি আহমদ হোসেন, স্বামী বিবেকানন্দ কলেজের প্রাক্তন অধ্যক্ষ সিরাজ উদ্দিনসহ বহু বিশিষ্ট ব্যক্তি। গোটা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অধ্যাপিকা ও কো-অর্ডিনেটর ড. ইমাম উদ্দিন আনসারি।জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে, তবে পাথারকান্দির শিক্ষাঙ্গনে আজকের এই আয়োজন যে উচ্চশিক্ষায় নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিল, তা অতিথি থেকে শিক্ষার্থী—সকলের মনেই স্পষ্ট হয়ে উঠল।